Dankuni: DJ বন্ধ করতে বলেছিল, এটাই ‘অপরাধ’, ইটের আঘাতে আহত ৬ পুলিশ
Dankuni: ডানকুনির মোনবের বারোয়ারি কালীপূজার ভাসান ছিল। ডিজে বক্সের আয়োজন করা হয়েছিল পুজো কমিটির পক্ষ থেকে। পুলিশ ডিজে বন্ধ করতে গেলে বচসা শুরু হয়ে যায়।

ডানকুনি: ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। মহিলা পুলিশ কর্মী সহ একাধিক পুলিশ আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ, একটি কালীপুজোর বিসর্জন চলছিল। সেখানেই উচ্চস্বরে চালানো হচ্ছিল ডিজে। সেটা বন্ধ করতে যাওয়ায় পাল্টা পুলিশের উপরেই হয় হামলা। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টিও শুরু হয়।
বুধবার হুগলির ডানকুনিতে ঘটনাটি ঘটে। তিনজন মহিলা পুলিশকর্মী সহ ১২ জন পুলিশকর্মী আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডানকুনির মোনবের বারোয়ারি কালীপূজার ভাসান ছিল। ডিজে বক্সের আয়োজন করা হয়েছিল পুজো কমিটির পক্ষ থেকে। পুলিশ ডিজে বন্ধ করতে গেলে বচসা শুরু হয়ে যায়। প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। সেই অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রীতিমতো পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয় ৬ জনকে। আজ বুধবার তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। পুজোর উদ্য়োক্তা জানান, পুলিশ





