AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly Job Scam: মন্ত্রীদের সঙ্গে রয়েছে ছবি, হুগলিতে রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, উধাও মূল চক্রী

Railway Job Scam: হিন্দমোটরের এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, রেলে মজদুর হিসাবে চাকরি দেওয়ার নামেই চাকরিপ্রার্থীদের থেকে টাকা হাতাতো তারা। বাংলার প্রত্যন্ত গ্রাম কিংবা ভিন রাজ্য, চারপাশে নিজেদের প্রতারণার ফাঁদ পেতে রেখেছিল এই সংস্থা। ছড়িয়ে ছিটিয়ে ছিল এজেন্টরা। তাঁরাই জোগাড় করত চাকরিপ্রার্থীদের। শুক্রবার সকালে সেই সংস্থার সামনে এসে জড়ো হন 'প্রতারিত'রা।

Hooghly Job Scam: মন্ত্রীদের সঙ্গে রয়েছে ছবি, হুগলিতে রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, উধাও মূল চক্রী
হুগলিতে প্রতারণা চক্র?Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Oct 25, 2025 | 5:40 PM
Share

হুগলি: চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও রয়েছে ছবি। যেগুলিকে হাতিয়ার করে চলত চাকরিপ্রার্থীদের ঠকানোর কাজ, এমনটাই অভিযোগ। ঘটনা হুগলি জেলার হিন্দমোটর এলাকার। সেখানেই গজিয়ে উঠেছিল এই প্রতারণা চক্র। আপাতত এই ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

ঠিক কী অভিযোগ?

হিন্দমোটরের এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, রেলে মজদুর হিসাবে চাকরি দেওয়ার নামেই চাকরিপ্রার্থীদের থেকে টাকা হাতাতো তারা। বাংলার প্রত্যন্ত গ্রাম কিংবা ভিন রাজ্য, চারপাশে নিজেদের প্রতারণার ফাঁদ পেতে রেখেছিল এই সংস্থা। ছড়িয়ে ছিটিয়ে ছিল এজেন্টরা। তাঁরাই জোগাড় করত চাকরিপ্রার্থীদের। শুক্রবার সকালে সেই সংস্থার সামনে এসে জড়ো হন ‘প্রতারিত’রা। দাবি তোলেন, টাকা ফেরত দেওয়ার। শুরু হয় বিক্ষোভ, ছড়ায় উত্তেজনা।

এদিন সন্তোষ সিং নামে এক অভিযোগকারী বলেন, ‘প্রয়োজন পড়লে আমরা হাইকোর্ট পর্যন্ত যাব। এদের এই চক্র বন্ধ করেই ছাড়ব। খুব গরিব ঘরের সন্তান। এখনও সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি। কিন্তু এই লোকগুলো সব টাকা আত্মসাৎ করে নিল।’ আরও এক অভিযোগকারী বলেন, ‘২০১৪ সালে চাইল্ড ডেভেলপমেন্টের নামে ১০ লক্ষ টাকা তুলেছিল। আমি সাক্ষী ছিলাম। বলেছিল মেয়েদের চাকরি দেবে। কিন্তু কিছুই হয়নি।’

ইতিমধ্য়েই ওই সংস্থার সঙ্গে যুক্ত পাঁচ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিক্ষোভের মাঝে ঘটেছে হাতাহাতির ঘটনাও। প্রতারিত ব্যক্তিদের অভিযোগ, টাকা চাইতে এলে তাঁদের উপর চড়াও হয় সংস্থার কয়েকজন। চলে মারধর। অবশ্য, এই সংস্থা ও প্রতারণা চক্রে মাথাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। সে পলাতক বলেই মনে করছে পুলিশ। গোটা অফিসজুড়ে বিভিন্ন মন্ত্রী, রাজনীতিকদের সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে তাঁর ছবি। যা ছিল এই চক্রের ‘ব্রহ্মাস্ত্র’।