Rishra: শুধু রিষড়া থানাকে নিয়েই নতুন সার্কেল, দায়িত্বে গোয়েন্দা বিভাগে কাজ করা অভিজ্ঞ ইনস্পেক্টর

Rishra: রিষড়া সার্কলের সিআই হিসেবে দায়িত্ব পাওয়া প্রবীর দত্ত অতীতে রিষড়া থানার দায়িত্ব সামলেছেন।  ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রিষড়া থানার ওসি ছিলেন তিনি।

Rishra: শুধু রিষড়া থানাকে নিয়েই নতুন সার্কেল, দায়িত্বে গোয়েন্দা বিভাগে কাজ করা অভিজ্ঞ ইনস্পেক্টর
গঠিত হল রিষড়া সার্কেল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 7:51 PM

রিষড়া: রিষড়া (Rishra) এখন আবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে। দোকানপাট খুলেছে, লোকজনও রাস্তায় বেরোচ্ছে। কিছুদিন আগে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই আতঙ্কের রাত একটু একটু করে কাটিয়ে উঠছেন রিষড়াবাসী। এরই মধ্যে এবার নতুন রিষড়া সার্কেল (Rishra Circle) গঠন করল চন্দননগর পুলিশ কমিশনারেট (Chandannagar Police Commissionerate)। নতুন এই রিষড়া সার্কেলের সিআই পদে দায়িত্ব দেওয়া হয়েছে দুঁদে পুলিশ ইনস্পেক্টর প্রবীর দত্তকে। প্রসঙ্গত, কেবলমাত্র একটি থানাই থাকছে এই রিষড়া সার্কেলের অধীনে। সেটি হল রিষড়া থানা (Rishra Police Station)। উল্লেখ্য, রিষড়া থানার ওসি পদে রয়েছেন পিয়ালী বিশ্বাস। এখন থেকে রিষড়া সার্কেলের তত্ত্বাবধানে থাকবে রিষড়া থানা।

রিষড়া সার্কেলের সিআই হিসেবে দায়িত্ব পেলেন প্রবীর দত্ত

উল্লেখ্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে যে সাতটি থানা রয়েছে, তার মধ্যে একমাত্র রিষড়া থানার দায়িত্বেই রয়েছেন ওসি পদমর্যাদার অফিসার। বাকি ছ’টি থানায় আইসি পদমর্যাদার অফিসার রয়েছেন। প্রসঙ্গত, রিষড়া সার্কলের সিআই হিসেবে দায়িত্ব পাওয়া প্রবীর দত্ত অতীতে রিষড়া থানার দায়িত্ব সামলেছেন।  ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রিষড়া থানার ওসি ছিলেন তিনি। রিষড়া সার্কেলের সিআই হিসেবে দায়িত্ব নেওয়ার আগে প্রবীরবাবু চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। এবার রিষড়া থানাকে নিয়ে একটি পৃথক সার্কেল করে তার ইনস্পেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হল প্রবীর দত্তকে। যেহেতু অতীতে রিষড়া থানার ওসি হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর, সেই অভিজ্ঞতা এবার সার্কেল ইনস্পেক্টর হিসেবে কাজে লাগাতে পারবেন প্রবীরবাবু। এমনই মনে করছে পুলিশ মহল।

প্রসঙ্গত, রিষড়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও অতীতে ব্যান্ডেল, বাঁশবেড়িয়া, বরা সহ একাধিক জায়গায় কাজ করেছেন তিনি। ২০২২ সালে ইন্সপেক্টর পদে আসেন তিনি। তখন থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে কাজ করছিলেন তিনি। এবার রিষড়া সার্কেলের দায়িত্ব দেওয়া হল অভিজ্ঞ প্রবীর দত্তকে।