Rose: ‘আসলে আমি আগে জানতাম না…’, ‘বশীকরণ মন্ত্র’ টোটকা এসেছে বেঙ্গালুরু থেকে! কেন নীল রঙের গোলাপেই মজে জেন জি থেকে দম্পতিরাও?
Rose: চুঁচুড়া বিভিন্ন ফুলের দোকানে হরেক রঙের গোলাপ বিক্রি হচ্ছে। লাল, সাদা, হলুদ, গোলাপি, খয়েরি তো আছেই। তবে এবার ভ্যালেন্টাইনে চাহিদা বেশি নীল ও সবুজ রঙের গোলাপের।

হুগলি: এখানে রঙ চিনে নেওয়ার আকাল নেই। নানা রঙের গোলাপের মধ্যেও নজর কারছে নীল সবুজ রঙ। আজ ভ্যালেন্টাইন ডে। নীল সবুজ গোলাপের রঙে ভরেছে গোলাপের দোকান। অন্য ধরনের রঙের গোলাপের চাহিদাও তুঙ্গে।
চুঁচুড়া বিভিন্ন ফুলের দোকানে হরেক রঙের গোলাপ বিক্রি হচ্ছে। লাল, সাদা, হলুদ, গোলাপি, খয়েরি তো আছেই। তবে এবার ভ্যালেন্টাইনে চাহিদা বেশি নীল ও সবুজ রঙের গোলাপের।
এক বিক্রেতা দীলেশ্বর দাসের দোকানে গতকাল রাত থেকে গোলাপ কেনার ভিড় জমে। বেঙ্গালুরু থেকে অর্ডার দিয়ে আনাতে হয়েছে এই গোলাপ। এবার নীল সবুজ গোলাপের চাহিদা সব থেকে বেশি। দামও বেশি। সাধারণ সময় যে গোলাপ চল্লিশ পঞ্চাশ টাকায় বিক্রি হয় ভ্যালেন্টাইন ডে তে সেই গোলাপের দাম একশো টাকা। তবে সে সবকে পাত্তা দিচ্ছন না ক্রেতারা।
আরও এক বিক্রেতা শ্যামল সাধুখাঁ বলেন, “ভ্যালেন্টাইন ডের জন্য গোলাপের চাহিদা রয়েছে।এবারে নীল আর সবুজ গোলাপের চাষ বেশি হয়েছে,তার সঙ্গে চাহিদাও রয়েছে বিক্রিও রয়েছে।মানুষ এই গোলাপের প্রতি আকৃষ্ট হয়েছে।”
ক্রেতা অনুশ্রী ঘোষ বলেন, “খুব সুন্দর রঙের গোলাপ বিক্রি হচ্ছে।নীল সবুজ রঙের গোলাপ আমি আগে দেখিনি। এত ব্রাইট দেখে খুব ভালো লাগল। আমি তো কিনলাম আমার মনে হয় আজকের দিনে অন্তত একটা গোলাপ প্রত্যেকেরই কেনা উচিত।নিজেদের ভালোবাসার মানুষের জন্য।”
আর এক ক্রেতা বাপি দাস বলেন, “প্রতি বছর এই দোকান থেকে গোলাপ কিনি। তবে এবারে এসে দেখছি একটু অন্য রঙের এই গোলাপটা রয়েছে। নতুনত্ব রয়েছে এই গোলাপে। সবাই উপভোগ করছে এই গোলাপটা।”
তাই ভালবাসার মানুষের জন্য বলা যেতেই পারে, নীল রঙ ছিল ভীষণ প্রিয়!





