AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2021: ‘পুলিশের জন্য ৪৬ বছরের পুরনো পুজো করা গেল না’, বিসর্জনের আগে বিষাদের সুর জয়নগরে

Durga Puja: গ্রামবাসীদের অভিযোগ, পুলিশই জোর করে বন্ধ করে দিল গ্রামের পুজো। দীর্ঘ ৪৬ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে তরুণ সংঘ ক্লাবের দুর্গাপুজো। এবার তাই পুজো করতে না পেরে তারা তীব্র ক্ষোভ উগরে দিয়েছে পুলিশের বিরুদ্ধে।

Durga Puja 2021: 'পুলিশের জন্য ৪৬ বছরের পুরনো পুজো করা গেল না', বিসর্জনের আগে বিষাদের সুর জয়নগরে
দুর্গাপুজো বন্ধে ক্ষোভের ছবি গ্রামবাসীর। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Oct 09, 2021 | 4:09 PM
Share

হুগলি: বিসর্জনের আগেই বিষাদের সুর হুগলির জয়নগর গ্রামে। প্যান্ডেল তৈরি শুরু হয়েছিল। কিন্তু পুলিশের বিরুদ্ধে পুজো করতে না দেওয়ার অভিযোগ তুলল তরুণ সংঘ নামে এক ক্লাব কর্তৃপক্ষ। এমনকি পুজো করতে না পেরে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখালেন তাঁরা।

তারকেশ্বরের জয়নগর গ্রাম। গত কয়েক বছর ধরে তরুণ সংঘ নামে একটি ক্লাব দুর্গাপুজো করে আসছে। কিন্তু এবার জমি জটের কারণে আটকে গেল সেই পুজো। যদিও গ্রামবাসীদের অভিযোগ, পুলিশই জোর করে বন্ধ করে দিল গ্রামের পুজো। দীর্ঘ ৪৬ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে তরুণ সংঘ ক্লাবের দুর্গাপুজো। এবার তাই পুজো করতে না পেরে তারা তীব্র ক্ষোভ উগরে দিয়েছে পুলিশের বিরুদ্ধে।

ঠিক কী ঘটেছে?

তরুণ সংঘ ক্লাবের বিরুদ্ধে জমি দখল করে পুজো করার অভিযোগ করেন জনৈক রাজ কুমার দাস, রাজ কুমার দাস, জয়দেব দাস, কার্তিক দাস প্রমুখ। নিজেদের জমি মালিক বলে দাবি করে আদালতে মামলা দায়ের করেন তাঁরা। তবে গ্রামবাসীদের দাবি, শুক্রবার আদালতে রায়ে পুজো করার অনুমতি পেয়েছে তরুণ সংঘ ক্লাব। এমনকি পুলিশকে নির্দেশ দেওয়া হয় পুজোর সময় গ্রামের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, শুক্রবার রাতে থানায় পুজোর অনুমতি আনতে গেলে তা দেওয়া হবে না বলে জানিয়ে দেয় পুলিশ। সরকারি অনুদান দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় ক্লাবটিকে।

তাই অবশেষে অনিচ্ছা সত্ত্বেও পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। এদিকে পুজো বন্ধের জন্য শনিবার সকাল থেকেই গ্রামে দফায় দফায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। প্রায় ঘন্টা চারেক পুলিশের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা। যদিও পুলিশের সামনেই পুজো বন্ধ করা হবে বলে ঘোষণা করে দেয় ক্লাব কর্তৃপক্ষ। তৈরি করা মণ্ডপ খোলা শুরু করে দেন ক্লাবের সদস্যরা। এক কথায় বলা যেতে পারে বিসর্জনের আগেই বিষাদের সুর বেজে উঠল হুগলি তারকেশ্বরের জয়নগর গ্রামে।

এদিকে অভিযোগকারী জয়দেব দাসের কন্যা সুলেখা দাসের দাবি, আদালত তাদের জায়গায় পুজো করার অনুমতি দেয়নি। বরং ক্লাবের সদস্যরা গ্রামবাসীদের ভুল বোঝাচ্ছে। জানান, তারাও চান এখানে পুজো হোক। তবে তাঁদের জায়গায় নয়। কিন্তু গ্রাম বাসীদের দাবি, আদালতের রায় স্পষ্ট লেখা আছে ওখানেই পুজো করতে পারবেন ক্লাব কর্তৃপক্ষ। অভিযোগ পুলিশই পুজো আনতে বাধা দিচ্ছে টাকার বিনিময়ে। এদিকে দুর্গোপুজো বন্ধ হয়ে যাচ্ছে শুনে কান্নায় ভেঙে পড়েছেন গ্রামের মহিলারা।

আরও পড়ুন: Tufanganj: পুজোর ১ দিন আগেই কলেজের সামনে থেকে উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম!