AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Serampore Couple News: গভীর রাতে প্রেমিকার সঙ্গে একান্ত সাক্ষাৎ, বাবা-ভাইয়ের হাতে মার খেয়ে হাসপাতালে যুবক

Serampore News: বুধবার রাত ১টা ১৫মিনিট নাগাদ তরুণীর সঙ্গে তার বাড়িতে চুপিসারে দেখা করতে যায় ওই যুবক। কিন্তু গোটা ব্য়াপারটাই টের পেয়ে যায় তরুণীর দাদা ও বাবা। এরপরই যুবককে হাতেনাতে ধরে তাঁরা। চলে মারধর। ডান চোখে গুরুতর আঘাত লাগে যুবকের। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে পরিবার।

Serampore Couple News: গভীর রাতে প্রেমিকার সঙ্গে একান্ত সাক্ষাৎ, বাবা-ভাইয়ের হাতে মার খেয়ে হাসপাতালে যুবক
আক্রান্ত যুবক Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Oct 24, 2025 | 4:56 PM
Share

হুগলি: গভীর রাতে প্রেমিকার বাড়িতে গিয়ে আক্রান্ত যুবক। উত্তেজনা ছড়াল হুগলির শ্রীরামপুরে। কলকাতা মেডিক্যাল কলেজে গুরুতর অবস্থায় স্থানান্তর করা হল ‘প্রেমিককে’। থমথমে এলাকা। নামল র‌্যাফ।

কী ঘটেছে?

ঘটনা শ্রীরামপুরের প্রভাসনগরের চাকলাপাড়া এলাকার। সেখানেই বাড়ি আক্রান্ত যুবকের। নাম বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায়। ঘোরামারা মল্লিকপাড়ার এক তরুণীর সঙ্গে দু’মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু সেই সম্পর্কের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিয়ে। মেয়ের বাড়ি থেকে বিয়ের ব্যবস্থা করেছে পরিবার। আগামী ডিসেম্বরেই নির্ধারিত হয়েছে বিয়ের দিন। তার আগে যুবককে গভীর রাতে নিজের বাড়িতে ডাকেন তরুণী।

বুধবার রাত ১টা ১৫মিনিট নাগাদ তরুণীর সঙ্গে তার বাড়িতে চুপিসারে দেখা করতে যায় ওই যুবক। কিন্তু গোটা ব্য়াপারটাই টের পেয়ে যায় তরুণীর দাদা ও বাবা। এরপরই যুবককে হাতেনাতে ধরে তাঁরা। চলে মারধর। ডান চোখে গুরুতর আঘাত লাগে যুবকের। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে পরিবার। পরে চিকিৎসককা ওই আহত যুবক কলকাতা মেডিক্যাল কলেজে রেফার করে।

এই ঘটনা ঘিরে তৈরি হয় উত্তেজনা। শুক্রবার সকালে তরুণীর বাড়ি ঘেরাও করে উত্তেজিত জনতা। চলে হাতাহাতি। তরুণীর দাদাকে মারধর করেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরাট পুলিশ বাহিনী পাঠায় শ্রীরামপুর থানা। উদ্ধার করা হয় তরুণীর দাদাকে। ইতিমধ্যেই ওই যুবককে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে শ্রীরামপুর থানার পুলিশ। এদিন আহত যুবকের দিদি সঙ্গীতা সমাদ্দার বলেন, ‘ভাইয়ের সঙ্গে ওই মেয়েটার দু’মাস ধরে সম্পর্ক ছিল। ওঁর বিয়ে ঠিক হয়েছে জানতে পেরে ভাই সরে আসতে চেয়েছিল। কিন্তু মেয়েটা কিছুতেই ওকে ছাড়তে রাজি নয়। খালি রাতে দেখা করতে চাইত। ভাই যেতে চাইত না। জোর করে ডেকে আনত। পরশু রাতেও দেখা করতে গিয়েছিল। কিন্তু ওই মেয়েটার দাদা ও বাবাকে ভাইয়ের উপর হামলা চালায়। শাবল দিয়ে কুপিয়েছে। চোখ উপড়ে নিয়েছে।’