Hooghly: আচমকা এসে একের পর এক কুকুরকে গাড়িতে তুলছিল ওরা, সাধারণ নাগরিকই বাকিটা বুঝিয়ে দিলেন
Hooghly:পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার হুগলির পোলবা থানার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল পোলবা ৩৯ নং রোডের পাশে জলট্যাঙ্কের কাছে তিন ব্যক্তি পথ কুকুরদের বিস্কুট খেতে দিচ্ছিল। স্থানীয় বাসিন্দারা দেখেন এরপর তাদের সঙ্গে থাকা মাহিন্দ্রা ম্যাক্স গাড়িতে কুকুর গুলোকে ধরে তুলতে থাকেন।
হুগলি: কোনও মানুষ নয়। কুকুর অপরহরণের চেষ্টা। গাড়ি সমেত তিনজনকে গ্রেফতার করল পোলবা থানার পুলিশ।তদের নাম সঞ্জিব মণ্ডল (৩৩) বাড়ি চুঁচুড়া রবীন্দ্রনগরে। গোপাল চন্দ্র কর্মকার (৬৬) বাড়ি চুঁচুড়া দক্ষিনপাড়া ২য় লেন ও ঝুনু দাস (৬৩) বাড়ি চুঁচুড়ার উত্তর সিমলা এলাকায়। তার কী উদ্দেশ্যে কুকুর ধরে নিয়ে যাচ্ছিল সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার হুগলির পোলবা থানার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল পোলবা ৩৯ নং রোডের পাশে জলট্যাঙ্কের কাছে তিন ব্যক্তি পথ কুকুরদের বিস্কুট খেতে দিচ্ছিল। স্থানীয় বাসিন্দারা দেখেন এরপর তাদের সঙ্গে থাকা মাহিন্দ্রা ম্যাক্স গাড়িতে কুকুর গুলোকে ধরে তুলতে থাকেন। কেন কুকুর ধরে গাড়িতে তোলা হচ্ছে স্থানীয়দের প্রশ্নে উত্তর দিতে না পারায় সন্দেহ হয়। তাদের আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পোলবা থানার পুলিশ গিয়ে গাড়ি সমেত তিনজনকে গ্রেফতার করে। তিনটি কুকুরকেও থানায় নিয়ে যায়।
পশু প্রেমী চন্দন ক্লেমেন্ট সিং বলেন,”পথ কুকুর যখন দুর্ঘটনায় আহত হয়ে বা অসুস্থ হয়ে পড়ে থাকে তখন কেউ এগিয়ে আসে না সাহায্যের জন্য। রাস্তা থেকে গাড়ি করে কুকুর তুলে নিয়ে যাওয়া খারাপ উদ্দেশ্যেই বলেই মনে হয়। পুলিশ তদন্ত করে দেখুক।”
প্রসঙ্গত, কয়েক মাস আগে,রাজহাট গ্রাম পঞ্চায়েতেরই গান্ধিগ্রামে বেশ কয়েকটি কুকুরের মৃত্যু হয়েছিল হঠাৎই। মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত করা হয়েছিল পুলিশের তরফে।