Tarakeswar: ভোট দিতে যাওয়ার পথে বেধড়ক মার, পা ভাঙল TMC নেতার, অভিযুক্ত BJP

Tarakeswar: আহত তৃণমূল নেতার নাম তাপস বেড়া। তিনি তারকেশ্বর রামনগর গ্রাম পঞ্চায়েতের ১৫৬ নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি। তাপসবাবুর দাবি, এ দিন সকালে তিনি ভোট দিতে যাচ্ছিলেন সেই সময় আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগরের গাড়ি যাচ্চিল।

Tarakeswar: ভোট দিতে যাওয়ার পথে বেধড়ক মার, পা ভাঙল TMC নেতার, অভিযুক্ত BJP
তৃণমূল নেতার পা ভাঙল Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2024 | 12:42 PM

তারকেশ্বর: ভোট দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল নেতা। বাড়ি থেকে বেরনোর সময় মারধরের অভিযোগ ওঠে তাঁকে। শুধু তাই নয়, মেরে তাঁর পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের।

আহত তৃণমূল নেতার নাম তাপস বেড়া। তিনি তারকেশ্বর রামনগর গ্রাম পঞ্চায়েতের ১৫৬ নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি। তাপসবাবুর দাবি, এ দিন সকালে তিনি ভোট দিতে যাচ্ছিলেন সেই সময় আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগরের গাড়ি যাচ্চিল। হঠাৎই তাঁকে দেখে গাড়ি থামিয়ে দেন। এরপর গাড়ি থেকে বেশ কয়েকজন বিজেপির স্থানীয় কর্মী নেমে তাঁকে বেধড়ক মারধর করেন।

ঘটনায় গুরুত জখম হন তাপসবাবু। তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরের জেরে তৃণমূল বুথ সভাপতি তাপস বেড়ার পা ভেঙেছে বলে জানা যাচ্ছে। আহত ব্যক্তি বলেন, “আমি ভোট দিতে যাচ্ছিলাম। সেই সময় বিজেপি প্রার্থীর গাড়ি থেকে বেশ কয়েকজন লোক এসেছিল। ওরা দেখিয়ে বলল এই ছেলেটা ঝামেলা করছিল। প্রথমে তাড়া করল। মারধর করছিল। আমি তো ভোট দিতেই যাচ্ছিলাম। তারপরও মারধর করা হল।”