AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachna Banerjee: প্রচারের প্রথম দিন শিল্পের ধোঁয়া দেখেছিলেন, শেষ দিন অন্য কিছু দেখলেন রচনা

TMC Leader Rachna Banerjee: আজ সকাল থেকে পান্ডুয়ার বৈঁচি নুনিয়াডাঙা থেকে রোড শো শুরু হয় প্রার্থীর। বৈঁচি বাজার আলিপুর বৈঁচিগ্রাম হয়ে বৈঁচিগ্রাম স্টেশনে এসে শেষ হয়। হুড খোলা গাড়িতে জনসংযোগ করেন তিনি। বিকালে তাঁর প্রচার রয়েছে হুগলি চুঁচুড়া পুরসভা এলাকায়।

Rachna Banerjee: প্রচারের প্রথম দিন শিল্পের ধোঁয়া দেখেছিলেন, শেষ দিন অন্য কিছু দেখলেন রচনা
রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2024 | 6:39 PM

হুগলি: প্রচারের প্রথম দিন শিল্প কলকারখানার ধোঁয়া দেখেছিলেন। তারপর কম ট্রোলের শিকার হতে হয়নি অভিনেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। আগামী সোমবার ভোট। শনিবার প্রচারের শেষ দিন। তবে এই শেষ দিনে প্রচারে বেরিয়ে অন্য কিছু দেখলেন তৃণমূল প্রার্থী।

আজ সকাল থেকে পান্ডুয়ার বৈঁচি নুনিয়াডাঙা থেকে রোড শো শুরু হয় প্রার্থীর। বৈঁচি বাজার আলিপুর বৈঁচিগ্রাম হয়ে বৈঁচিগ্রাম স্টেশনে এসে শেষ হয়। হুড খোলা গাড়িতে জনসংযোগ করেন তিনি। বিকালে তাঁর প্রচার রয়েছে হুগলি চুঁচুড়া পুরসভা এলাকায়।

রচনা জানান, দেড় মাস ধরে প্রচার চলছে তাঁর। মানুষের ভাল সাড়া পেয়েছেন। দিন দু’য়েক আগে বৈঁচিতে প্রচারে যাওয়ার কথা থাকলেও তিনি সময়ের অভাবে যেতে পারেননি। তা নিয়ে দলের কর্মীদের ক্ষোভ দেখা গিয়েছিল। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কিছুটা মজার ছলে বলেন, “আমাকে দু টুকরো করে দিলে ভাল হয়। তাহলে আমি সব জায়গায় পৌঁছতে পারি। না হলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব জায়গায় পৌঁছনো। সবাই আশা করছে কিন্তু কিছু করার নেই। গাড়ি দাঁড় করিয়ে দেয় সবার সাথে হাত মেলাতে হয় সেই কারণে হয়ত পৌঁছতে পারিনি। ওই জন্য আজ সকালে এসে সেখানে প্রচার করলাম।”

এ দিকে, প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর প্রথম দিন সিঙ্গুরে এসে রচনা বন্দ্যোপাধ্যায় শিল্পের ধোঁয়া দেখেছিলেন। আজ তিনি বলেছিলেন,”প্রচুর শিল্প হয়েছে। তাই এত ধোঁয়া।”যা নিয়ে মিম হয়েছিল বিস্তর। আজ তার প্রচারের শেষ দিন। শেষ দিনে কি ধোঁয়া দেখতে পেলেন? এ প্রশ্নে রচনা বলেন,”আজ ধোঁয়ার জায়গায় নেই। আমি আজ শুধু মানুষের হাসি মুখ দেখতে পেলাম। যাই হোক না কেন প্রচুর মানুষের ভালোবাসা নিয়ে ফেরত যাব।”