Rachna Banerjee: ‘ওঁকে ওঁর মতো থাকতে দিন, আমাকে আমার মতো’, কাকে নিয়ে বললেন রচনা?
Hooghly: আজ চুঁচুড়া মাঠে চুঁচুড়া বিধানসভা নির্বাচনের খুঁটি পুজো করেন বিধায়ক অসিত মজুমদার। সেই জায়গা থেকে কিছুটা দূরে সাংসদ রচনা তৃণমূল শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কলকাতা: ভোটের আগে হুগলিতে বিধায়ক অসিত মজুমদার ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব ক্রমেই যেন বাড়ছে। অসিত বিরোধীরা এক হয়ে রচনাকে অভিযোগ জানালেন। শাসক দ্বন্দ্ব মেটার লক্ষন নেই আজ অন্তত রচনার বক্তব্যেই তা স্পষ্ট। এ দিন, রচনা বললেন, “বিধায়কের ব্যাপারে যত কথা বলব ততই আমার সময় নষ্ট হবে। উনি যেটা ভাল মনে করেন সেটাই করেন। ওঁকে ওঁর মতো থাকতে দিন, আমাকে আমার মত থাকতে দিন।’
আজ চুঁচুড়া মাঠে চুঁচুড়া বিধানসভা নির্বাচনের খুঁটি পুজো করেন বিধায়ক অসিত মজুমদার। সেই জায়গা থেকে কিছুটা দূরে সাংসদ রচনা তৃণমূল শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রচনা এদিন বলেন, “চুঁচুড়া পুরসভার অনেক কাউন্সিলর আছে যাঁদের ঠিকমত কাজ করতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে তাদের প্রচুর ক্ষোভ আছে। জীবনটা আমি মনে করি লড়াই। লড়াই লড়তে হবে এবং সেই লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে। আমরা বিজেপির মত একটা দলের সঙ্গে লড়ছি। মানুষ বিচার করবে কোনটা ঠিক কোনটা ভুল। আমি মনে করি আমার যাঁরা শহর-সভাপতি আছেন কাউন্সিলররা আছেন, তাঁরা খুব ভালভাবে কাজ করছেন। সেই কাজটা যেন ভালভাবে হয়। কাজটার দ্বারা যেন মানুষ উপকৃত হয়। আমাকে আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নিয়ে এসেছেন সাংসদ করেছেন। আমার একটাই লক্ষ্য মানুষের পাশে থাকব মানুষের জন্য কাজ করব। আমি আশা করব দলের নির্দেশ অনুযায়ী বিধায়ক কাজ করবেন।”
প্রসঙ্গত, গত বছর থেকে অসিত মজুমদার চুঁচুড়া বিধানসভা উৎসব শুরু করেন। চুঁচুড়া মাঠে মেলা গানবাজনার আয়োজন হয়। সেখানে শাড়ির স্টল দিয়েছিলেন সাংসদ রচনা। আগামী ২১ জানুয়ারী থেকে দ্বিতীয় বছরের সেই উৎসব সূচনা হবে। তার খুঁটি পুজো করেন আজ বিধায়ক।
সেখানেই তিনি সাংসদের তার অনুষ্ঠানে না যাওয়া প্রসঙ্গে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে টিকিট দিয়েছেন আমাকেও টিকিট দিয়েছেন। আমি আমার সাংসদকে আমার সব অনুষ্ঠানে ডাকব। আসবেন কী আসবেন না সেটা ওঁর ব্যাপার। ওঁর মনের ভিতর আমি তো ঢুকে নেই। ওঁর কথা ও বলছে, আমি আমার কথা বলছি। আমার অনুষ্ঠানে ওঁর নাম থাকে কিন্তু ও আসে না। নইলে আমি কী করব।”
এদিন রচনা ২৭ নম্বর ওয়ার্ডে যে অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে তাঁর সঙ্গে চুঁচুড়া পুরসভার তিন প্রাক্তন চেয়ারম্যানকে ছিলেন। কয়েকজন কাউন্সিলরও ছিলেন। বস্তুত, এর মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায় যিনি কিছুদিন আগেও বিধায়ক অসিত মজুমদারের ছায়া সঙ্গী ছিলেন, আজকে তাঁকে দেখা গেল রচনা বন্দ্যোপাধ্যায় এবং গোষ্ঠীর সঙ্গে।
