illegal firecracker: বেআইনি বাজির কারখানায় অভিযান, ধরপাকড় চালিয়ে গ্রেফতার ২
illegal firecracker: পুলিশ সূত্রে খবর, সোমবার রাত্রিবেলা বেগমপুরের খরসরাই ও মনসাতলা এলাকায় হানা দেয় পুলিশ। তাদের কাছে খবর ছিল, বেআইনি ভাবে নিষিদ্ধ মশলা দিয়ে তৈরি করা হচ্ছে আতশ বাজি। এরপরই চলে তল্লাশি অভিযান।

চণ্ডিপুর: তল্লাশি অভিযান জারি রয়েছে বেআইনি বাজির কারখানায়। ফের হানা নিয়ে প্রায় ১ হাজার ৫০০ কেজি আতশ বাজি ও ২৫ কেজি বাজি তৈরির মশলা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল চণ্ডিতলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত্রিবেলা বেগমপুরের খরসরাই ও মনসাতলা এলাকায় হানা দেয় পুলিশ। তাদের কাছে খবর ছিল, বেআইনি ভাবে নিষিদ্ধ মশলা দিয়ে তৈরি করা হচ্ছে আতশ বাজি। এরপরই চলে তল্লাশি অভিযান।
জানা গিয়েছে, প্রায় ১৫০০ কেজি নিষিদ্ধ আতশ বাজি ও ২৫ কেজি নিষিদ্ধ বাজি তৈরির মশাল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন মহাদেব দেবনাথ এবং প্রবীর কুমার নাথ। দু’জনকে মঙ্গলবার শ্রীরামপুর আদালতে তোলা হয়েছে।
উল্লেখ্য়, কখনও পূর্ব মেদিনীপুরের এগরা, কখনও উত্তর ২৪ পরগনার দত্তপুকুর! বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছিল একাধিক। তারপর থেকে আরও কড়া হয় প্রশাসন। জেলায়-জেলায় চলে তল্লাশি অভিযান। পুলিশের চোখের আড়ালে যে সকল বেআইনি বাজি কারখানা গজিয়ে উঠেছে সেই সকল কারখানাগুলোতে দফায়-দফায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বাজি।
