Awas Yojona: প্রধানের বাড়িরই ৬ জনের নামে আবাসের ঘর, ‘তৃণমূল করে বলেই’, বলছেন বঞ্চিতরা
Hooghly: গোঘাটের ব্লক তৃণমূল সভাপতির দাবি, তিনি খোঁজ নিয়েছেন। অভিযোগের ভিত্তি নেই।
স্থানীয় এক বাসিন্দার কথায়, “আমরা যখনই যাচ্ছি তালিকা দেখিয়ে বলছে নাম আছে। পরে দেব। শুধু পরে পরে করে ঠেকিয়ে রেখেছে। পার্টির নেতারাও কিছু দেয় না, প্রশাসনও গ্রাহ্য করে না। আমাদের কিছুই নেই। শুধু সিপিএম ছিল যখন ৩ কাঠা জায়গা দিয়েছিল। সেইটুকুই। আমার দুই ছেলে, দুই বৌমা, তিনটে নাতি। আমরা ওই ভাঙা ঘরে আছি। আমরা যদি মরে যাই পার্টির লোক এসে শ্মশানযাত্রা করবে।”
যদিও বেঙ্গাই গ্রামপঞ্চায়েত প্রধান মেনকা মালিক বলেন, “প্রভাব খাটিয়ে যদি ৬টা ঘর করতে পারতাম তা হলে তো অনেক সাধারণ মানুষ আছেন যাঁরা ঘর পাওয়ার যোগ্য, তাঁদেরও দিতাম। ২০১৮ সালে যা সার্ভে হয়েছে, সেইমতোই ঘর এসেছে। এখানে প্রধান, জনপ্রতিনিধি কারও কোনও হাত নেই।”
গোঘাট-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ কেওড়্যা বলেন, “এই অভিযোগ ভিত্তিহীন। এখন ২-৩ জনের পরিবার। খোঁজ নিয়ে আমি দেখেছি ওরা ৬টা পরিবার। আমি বিডিওকেও এ নিয়ে বলি। উনিও আমাকে বলেছিলেন, ৬টা পরিবার। সকলেই পাওয়ার যোগ্য। আমার প্রশ্ন, যাঁর সত্যি বাড়ি নেই। প্রধান হওয়ার জন্য কি তিনি বাড়ি পাবেন না? তবে হ্যাঁ যেহেতু জ্ঞাতি সকলে, তাই এটা ধাপে ধাপে হলে ভাল হতো। তাহলে মানুষ বুঝত।”