হুগলি: টিভি দেখা যাচ্ছে না। কেবল কানেকশন ঠিকমত কাজ না করায় সিরিয়াল, খবর সবকিছুই দেখা বন্ধ। অভিযোগ, বারবার কেবল অপারেটরকে বলেও কাজ হয়নি। এরপরই অপারেটরের অফিসে ঢুকে ভাঙচুর চালান এক যুবক। ২ লক্ষ টাকার মেশিন ভাঙচুরের পাশাপাশি ২০ হাজার টাকা নগদ নিয়ে অভিযুক্ত চম্পট দেন বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পোলবা থানার পুলিশ। যাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল সেই যুবক গা ঢাকা দিয়েছেন বলে দাবি কেবল অপারেটরের। অভিযোগকারী জানান, লাইনের কিছু সমস্যার জন্য এই গোলমাল হচ্ছিল। তাঁদের বলার পর কাজও শুরু হয়। তারপরও নতুন বছরের আগে ওই যুবক এমন ক্ষতির মুখে ঠেলে দিলেন তাঁদের। যদিও অভিযুক্তের পক্ষের কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাতে পোলবার সুগন্ধা গ্রামপঞ্চায়েতের গোটু গ্রামের কেবল অপারেটর শান্তনু দাসের অফিসে হানা দেন ভোলা মাজি নামে এক যুবক। অভিযোগ, ভোলার বাড়িতেই টিভির সমস্যা হচ্ছিল। এরপরই অফিসের ভিতরে থাকা সমস্ত জিনিস ভেঙে চুরমার করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পোলবা থানায় সমস্ত ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন শান্তনু।
শুক্রবার তাঁর স্ত্রী জানান, “আমাদের অফিসে এসে তালা ভেঙে ভাঙচুর করেছে। নগদের বাক্সে প্রায় ২০ হাজার টাকা ছিল। সেগুলি চুরি করেছেন। ভোলা মাজির নামে অভিযোগও করেছি। উনি আমাকে লাইনের সমস্যা নিয়ে বলেছিলেন। আমি কাজও করাচ্ছিলাম। এরইমধ্যে এরকম ভাঙচুর, টাকা চুরি। থানায় অভিযোগ করেছি। পুলিশ এসেছিল। তবে উনি পালিয়ে গিয়েছেন বলে গ্রেফতার করতে পারেননি। আমার তো মনে হচ্ছে উনি ডাকাতি করেছেন। প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি মেশিনের দাম। সেগুলিকে ভেঙে বাইরে ফেলে দিয়েছে।”
আরও পড়ুন: Madan Mitra on Kunal Ghosh: ‘চুনোপুঁটি এমএলএ’ মদন মিত্র এবার বোমা ফাটালেন কুণাল-পার্থকে নিয়ে