CM Mamata Banerjee: ‘রাজনীতির বাইরেও আমি তো একটা মানুষ…’, কালীঘাটে পুজো দিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তিতে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর ও মুখ্যমন্ত্রীর আরেক ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঈদের সময় আমি রেড রোডে নমাজেও যাই আপনারা জানেন। বড়দিনেও আমি চার্চে যাই। আমি গুরুদ্বারেও যাই। বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সুযোগ আমার হয়েছে। গঙ্গাসাগরেও যাই। এই কাজগুলো আমাদের ধর্ম, সংস্কৃতির মধ্যেই পড়ে। কাজেই রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, রাজনীতি যেমন রাজনীতির জন্য, মানুষের সেবা করার জন্যও। আবার রাজনীতির বাইরেও আমি তো একটা মানুষ। আমার মানবিক ধর্মটাই হচ্ছে মায়ের কাছে আসি প্রার্থনা জানানোর জন্য। যাতে মানবিকতা ভাল থাকে। যাতে সকলের শুভবুদ্ধির উদয় হয়।”
প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এ রাজ্যের আইনশৃঙ্খলা। বগটুই থেকে হাঁসখালি, আমতা থেকে ঝালদা বিভিন্ন ইস্যুতে সরকারকে কাঠগড়ায় তোলা হয়েছে। তবে সেসব গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। নববর্ষের আগের সন্ধ্যায় কালীঘাটে পুজো দিয়ে মানবিকতা, মানবধর্মের কথাই শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Weather Update: পয়লা বৈশাখেও ভ্যাপসা গরম নাকি ঝেঁপে বৃষ্টি, কালবৈশাখী, জানিয়ে দিল হাওয়া অফিস