Howrah: তিলোত্তমার বিচার চেয়ে পথে তৃণমূল, রাস্তায় নামলেন অরূপ-প্রসূণরা

Howrah: এদিন অরূপ রায় বলেন, "আরজি কর কান্ডের বিচার চেয়ে মা বোনেদের আন্দোলনকে আমরা সমর্থন করি। তবে যেভাবে কিছু রাজনৈতিক দল এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আমরা এর বিরোধিতা করি।"

Howrah: তিলোত্তমার বিচার চেয়ে পথে তৃণমূল, রাস্তায় নামলেন অরূপ-প্রসূণরা
আরজি করের ঘটনায় পথে নামলেন প্রসূণ-অরূপরাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2024 | 2:47 PM

হাওড়া: আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে পথে নামলেন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং রাজ্য সরকারের মন্ত্রী। রবিবার সকালে মধ্য হাওড়ার দালাল পুকুর থেকে হাওড়া ময়দান পর্যন্ত ওই ঘটনার বিচার চেয়ে মিছিল করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় এবং হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ওই মিছিলে অংশগ্রহণ করেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ প্রশান্ত মুখোপাধ্যায় এবং হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।

এদিন অরূপ রায় বলেন, “আরজি কর কান্ডের বিচার চেয়ে মা বোনেদের আন্দোলনকে আমরা সমর্থন করি। তবে যেভাবে কিছু রাজনৈতিক দল এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আমরা এর বিরোধিতা করি। আমরাও চাই সিবিআই এই মামলার দ্রুত তদন্ত করে কোর্টের কাছে প্রমাণ তুলে দিক। অপরাধীদের ফাঁসি হোক। আর এই দাবিতেই আমরা আন্দোলন চালিয়ে যাব।”

এদিন এই মিছিলে স্থানীয় মহিলারা ছাড়াও বিভিন্ন ক্যারাটে স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।