তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বালি! বেপরোয়া বোমা-গুলি, গুলিবিদ্ধ এক যুবক

পুলিসের সঙ্গেও বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, এলাকায় র্যাফ

তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বালি! বেপরোয়া বোমা-গুলি, গুলিবিদ্ধ এক যুবক
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 23, 2021 | 1:34 PM

হাওড়া: তৃণমূল (TMC)-বিজেপি (BJP)সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বালি (Bally)। জিটি রোডের ওপর ব্যাপক সংঘর্ষ। চলল বোমা-গুলির লড়াই, বেপরোয়া ভাঙচুরের পর বাইকে আগুন।

জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত হয় শুক্রবার রাতেই। বিজেপি একটি অনুষ্ঠানে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝামেলা হয়। পুলিসের হস্তক্ষেপে তা মিটেও যায়। শনিবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। লিলুয়া মাতোয়ালা চৌরাস্তাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেসময় তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক তাঁর দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।

অভিযোগ, বেশ কয়েকটি বোমা পড়ে এলাকায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা গোটা পঁচিশেক বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক কৈলাস মিশ্রই এই হামলার নেপথ্যে রয়েছে বলে অভিযোগ বিজেপির নেতৃত্বের। প্রতিবাদ এদিন সকাল থেকে জিটি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, তৃণমূল সেখানেও হামলা চালায়। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে বেধড়ক মারধর করা হয়।

নিজস্ব চিত্র

আরও পড়ুন: নেতাজীর জন্মবার্ষিকী উদযাপন লক্ষ্যে সায়ন্তন বসুর মঞ্চে আগুন!

দু’পক্ষে শুরু হয় ইটবৃষ্টি। একজনের গুলি লেগেছে বলেও খবর। লাঠি, বন্দুক হাতে রাস্তায় দেখা যায় বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিসকে। বিজেপির অভিযোগ, পুলিসের উপস্থিতিতেই তাঁদের দলীয় কর্মীদের ওপর হামলা চালিয়েছে শাসকদল। পুলিস কর্মীদের সঙ্গেও একপ্রস্থ ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় র্যাফ।