Crocodile: হাওড়ার গঙ্গায় দেখা মিলল কুমিরের
Howrah: এ দিকে, কুমিরের খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারণ যে ঘাটে এই কুমির দেখা গিয়েছে সেখানে এলাকার বাসিন্দারা গঙ্গায় স্নান সহ পুজোর কাজ করে থাকেন। এছাড়া নৌকা নিয়েও যাতায়াত করেন অনেকে। তাই গঙ্গাতে সাহস করে কেউ নামছেন না এখন।

সাঁকরাইল: গঙ্গায় দেখা মিলল কুমির। যা দেখে কার্যত আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। বুধবার সাঁকরাইলের পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচপাড়া মাঝের পাড়া এলাকায় গঙ্গায় ভাসতে দেখা যায় কুমির। গতকাল সন্ধ্যের পর বুধবারও একটি কুমিরকে দেখা যায় গঙ্গায় বলে দাবি এলাকাবাসীর।
এ দিকে, কুমিরের খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারণ যে ঘাটে এই কুমির দেখা গিয়েছে সেখানে এলাকার বাসিন্দারা গঙ্গায় স্নান সহ পুজোর কাজ করে থাকেন। এছাড়া নৌকা নিয়েও যাতায়াত করেন অনেকে। তাই গঙ্গাতে সাহস করে কেউ নামছেন না এখন।
কিন্তু গঙ্গাতে কুমির এল বা কি করে বুঝে উঠতে পারছে না লোকজন। এ প্রসঙ্গে পাঁচপাড়া পঞ্চায়েত সদস্য অমিতাংশু পড়েল বলেন, “প্রশাসনের পক্ষ থেকে ঘাটে না নামার জন্য মাইক প্রচার করা হয়েছে। পাঁচপাড়া পঞ্চায়েতের তরফ থেকে এনসি পাল ঘাট,পদরা ঘাট,রাধা গোবিন্দ ঘাট,রাজগঞ্জ জেটি ঘাট সহ আরও বেশ কয়েকটি ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।” অপরদিকে,মিঠুন দাস, রাধাদাসী সহ এলাকার বাসিন্দা জানান, “সকালে দেখা গিয়েছে কুমিরকে। এটা শুনে গঙ্গাতে এখন নামতে ভয় লাগছে।”
