Fire: ভয়াবহ আগুন বেলুড়ের কারখানায়, বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা

Howrah: প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে আচমকাই ওই কারখানা থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। এত রাতে এমন দৃশ্যে ভয় পেয়ে যান আশেপাশের লোকজন। আগুন মুহূর্তে আগ্রাসী হয়ে ওঠে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। এরপরই দমকলে খবর দেওয়া হয়।

Fire: ভয়াবহ আগুন বেলুড়ের কারখানায়, বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা
ভয়াবহ আগুন বেলুড়ের কারখানায়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2023 | 6:10 AM

হাওড়া: দাসনগরের পর এবার আগুন বেলুড়ে। সোমবার রাত ১১টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বেলুড়ের হরেন মুখার্জি রোডের একটি অ্যালুমিনিয়াম বাসনপত্র তৈরির কারখানায়। কারখানার মধ্যে থাকা দু’টি বড় গোডাউনে প্রচুর দাহ্য বস্তু ছিল। অ্যালুমিনিয়ামের শিটে আগুন লাগতেই ভয়াবহ রূপ নেয় আগুন।

দাউ দাউ করে জ্বলতে থাকে তা। বহুদূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বেলুড়ে। ছুটোছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায় ও দমকলে। এরপরই দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ সময় লাগে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। সোমবার ২ অক্টোবর উপলক্ষে কারখানায় ছুটি ছিল। ফলে বড় কোনও অঘটন ঘটেনি। তবে কী করে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। তবে অনেক ক্ষয়ক্ষতিরই আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকালে সবটা খতিয়ে দেখা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে আচমকাই ওই কারখানা থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। এত রাতে এমন দৃশ্যে ভয় পেয়ে যান আশেপাশের লোকজন। আগুন মুহূর্তে আগ্রাসী হয়ে ওঠে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। এরপরই দমকলে খবর দেওয়া হয়। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল, প্রচণ্ড তাপে কাজ করতে কার্যত কষ্টই হচ্ছিল দমকল কর্মীদের।

গত সপ্তাহেই  হাওড়ার দাসনগর সিটিআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ আগুন লাগে। হিট ট্রিটমেন্ট করার সময় এই আগুন লাগে বলে দমকল সূত্রে খবর। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গত এক সপ্তাহে হাওড়া জেলায় পর পর আগুন লাগার ঘটনা ঘটল।