Shweta Khan case: শ্বেতার বাঁকড়ার ফ্ল্যাটে কোন ‘মধু’ লুকিয়ে? খুঁজতে আদালতের অনুমতি পেল পুলিশ
Shweta Khan case: বাঁকড়ার এই ফ্ল্যাটেই পানিহাটির যুবতীর উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ। নির্যাতনের সময় চুল কেটে নেওয়া হয়েছিল যুবতীর। শ্বেতার ফ্ল্যাটের পিছনে একটি জঞ্জালে ভরা জমিতে চুল ফেলা হয়েছিল বলে অভিযোগ।
হাওড়া: তালাবন্দি ফ্ল্যাট। কিন্তু গত কয়েকদিনে এই ফ্ল্যাটকে ঘিরেই কৌতুহল বেড়েছে। দেহব্যবসা ও পর্ন ভিডিয়ো কাণ্ডে অভিযুক্ত শ্বেতা খান ও তাঁর ছেলে আরিয়ান খান এই ফ্ল্যাটে পর্ন ভিডিয়োর শ্যুট করতেন বলে অভিযোগ। তাই, ফ্ল্যাটে তল্লাশি চালাতে চান তদন্তকারীরা। এবার আদালত তাঁদের বাঁকড়ার ওই ফ্ল্যাটে তল্লাশি চালানোর অনুমতি দিল।
পানিহাটির যুবতীর অভিযোগের পর গত কয়েকদিনে শ্বেতা ও আরিয়ানের একের পর এক ‘কীর্তি’ সামনে এসেছে। অভিযোগ দায়েরের পর থেকে পলাতক তাঁরা। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে তাঁদের ফ্ল্যাটে তল্লাশি চালানো জরুরি। কিন্তু এর জন্য আদালতের অনুমতির প্রয়োজন। সেইমতো তদন্তকারী পুলিশ আধিকারিকরা আদালতে আবেদন করেন। সেই অনুমতি দিয়েছেন হাওড়া আদালতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। এবার ফ্ল্যাটে তল্লাশি চালাবে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। খতিয়ে দেখবে সিসিটিভি ফুটেজ।
বাঁকড়ার এই ফ্ল্যাটেই পানিহাটির যুবতীর উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ। নির্যাতনের সময় চুল কেটে নেওয়া হয়েছিল যুবতীর। শ্বেতার ফ্ল্যাটের পিছনেই একটি জঞ্জালে ভরা জমি রয়েছে। সেখানে চুল ফেলা হয়েছিল বলে দাবি করেছেন নির্যাতিতা। সেই অনুযায়ী তল্লাশি চালান তদন্তকারীরা। শ্বেতার ফ্ল্যাটের পিছনে ওই জমি থেকে চুল সংগ্রহও করেছে পুলিশ। ওই চুল নির্যাতিতারই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাচ্ছে পুলিশ।
এবার ফ্ল্যাটের ভিতর তল্লাশি চালাবে পুলিশ। এখন দেখার, বাঁকড়া ফকিরপাড়ার ওই ফ্ল্যাট থেকে কী তথ্য উঠে আসে। অন্যদিকে, শ্বেতা ও আরিয়ানের এখনও খোঁজ পায়নি পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন তাঁরা। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।





