হুগলি: সকালবেলা থেকেই কার্যত অ্যাকশন মোডে ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে ডোমজুড়ে সিপিএম-এর পোলিং এজেন্টকে মারধর করে উঠিয়ে দেওয়া হয়েছে। এরপরই এজেন্টেকে ফের বুথে বসাতে যান সিপিএম নেত্রী। তখনই তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা। ওঠে জয় বাংলা স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর কেন্দ্রীয় বাহিনী।
জানা যাচ্ছে, ডোমজুড়ের ২৪৬ নম্বর বুথের সিপিএম এজেন্টকে মারধর করা হয়। শুধু তাই নয়, অভিযোগ ওঠে মেরে জামা ছিঁড়ে বাড়ি পাঠিয়ে দেয় তৃণমূলের দুষ্কৃতী দল। অভিযোগ পেতেই ঘটনাস্থলে পৌঁছন দীপ্সিতা। এজেন্টকে সঙ্গে করে ফের বুথে বসাতে যান তিনি। আর তারপরই দু’শো-আড়াইশো লোক জমায়েত করতে শুরু করেন। ‘জয় বাংলা স্লোগান’ দেওয়ার পাশাপাশি ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান ওঠে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় এসে তাদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এ দিকে, দীপ্সিতা যখন পোলিং এজেন্টকে বসাতে যান সেই সময় এক ব্যক্তি এসে দীপ্সিতা প্রশ্ন করেন, “কেন নামাজের সময় জয় বাংলা স্লোগান দেওয়া হবে?” দীপ্সিতাও সেই একই প্রশ্ন করেন। বলেন, “সেইটাই তো কেন বলুন তো মসজিদে নামাজের সময় স্লোগান দেওয়া হবে?” এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।