Fire Brokeout: আগুনে ঝলসে গেল পাঁচটি দোকান, উলুবেড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Howrah: ধিকধিক সেই আগুনের ফুলকি গিয়ে পড়ে পাশের দোকানে।

Fire Brokeout: আগুনে ঝলসে গেল পাঁচটি দোকান, উলুবেড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড
উলুবেড়িয়ায় আগুন (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2021 | 5:34 PM

উলুবেড়িয়া: উলুবেড়িয়ার একের পর এক দোকানে আগুন। পুড়ে গিয়েছে একাধিক দোকান। পরে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উলুবেড়িয়ার ফুলেশ্বর স্টেশন লাগোয়া এলাকায় কালসাপা বাজার। এই বাজারে লাইন দিয়ে সারি-সারি প্রচুর দোকান রয়েছে। তার মধ্যে একটি দোকান দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়েছিল। মনে করা হচ্ছে ওই দোকানের শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে।

প্রতিদিনের মতোই ব্যস্ত ছিল কালসাপা বাজার। কেনা-বেচার জন্য রোজের মতো ভিড় ছিল গোটা এলাকায়। আজ দুপুর দু’টো নাগাদ হঠাৎ ধিকধিক আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এরপর সেই ধিকধিক আগুনের ফুলকি গিয়ে পড়ে পাশের দোকানে। যেহেতু একটি দোকান লাগোয়া অপর দোকান সেই কারণে আগুন ধরে যায় দোকানগুলিতে। আগুনের তেজ এতটাই বেশি ছিল যে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ভস্মিভূত হয়ে যায় পাঁচটি দোকান। তড়িঘড়ি এলাকাবাসী খবর দেয় দমকলে। তারমধ্যে এক ব্যবসায়ী আগুন নেভাতে চেষ্টা করেন। পরে দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় জনগণ। তাঁদের বক্তব্য দুপুর দু’টো নাগাদ দমকলকে খবর দেওয়া হলেও তারা আসতে দেরি করে। এক বাসিন্দা বলেন, “দুপুর দু’টো নাগাদ আগুন লাগলে ভস্মিভূত হয়ে যায় ৫টি দোকান। সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। সেখানে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন।”

প্রসঙ্গত, কয়েকদিন আগে মোমের কারখানার গুদামে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। হাওড়ার চামরাইলে ঘটনাটি ঘটেছে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের পাওয়ার হাউসেও। দমকলের ৯টি ইঞ্জিন ও ১টি অগ্নিনির্বাপক ফোমের গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করে। এরপরই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়।

চামরাইলে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি মোমের কারখানার গুদামে গত সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ হঠাৎই আগুন লেগে যায়। স্থানীয়রাই প্রথম সে দৃশ্য দেখেন। চিৎকার চেঁচামেচি শুরু হয়। এদিকে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল ওই গুদামের পাশেই থাকা রাজ্য বিদ্যুৎ পর্ষদের একটি পাওয়ার হাউসেও আগুন ছড়িয়ে পড়ে।ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়ায় আশপাশের বসতি এলাকায়। আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন জাতীয় সড়কের ধারের স্থানীয় বাসিন্দারা। পাওয়ার হাউসে আগুন ছড়াতে থাকায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় স্থানীয় চামরাইল এলাকার বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন: ISS: আইএসএস-এ দেশে দ্বিতীয় হলেন দক্ষিণ ২৪ পরগনার অর্ক মণ্ডল, জেলাজুড়ে খুশির হাওয়া