‘অরূপ রায় বিজেপিতে আসতে চাইছেন, কিন্তু নেব না’
সবের মাঝেই রাজনীতির মহলে রাজীব-শুক্লা বিজেপি যোগ জল্পনা এখনও জিইয়ে রয়েছে। কিন্তু তা বলে অরূপ রায়!
তিনি বলেন, “অরূপ রায়ও লাইন করছেন….” অর্জুনের বিস্ফোরক একটা লাইনেই গোটা রাজনৈতিক মহল এখন তোলপাড়। কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অরূপ রায়। তাঁকে দেখতে হাসপাতালে যান রাজীব বন্দ্যোপাধ্যায়ও।
অরূপ রায় আর রাজীব বন্দ্যোপাধ্যায়- হাওড়া জেলা তৃণমূলের দুই প্রথম সারির নেতা। অথচ হাওড়ার রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যায় দুই নেতা মতবিরোধ, মনোমালিন্যের নানা বিষয়। সম্প্রতি তা আরও প্রকট হয়ে উঠেছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্তব্যে।
নাম না করলেও রাজীব দুর্নীতি প্রসঙ্গে জেলাস্তরে নেতাদের বিরুদ্ধের সরব হয়েছিলেন। তুলেছেন স্তাবকতার অভিযোগ। উঠে এসেছে ‘যত মত তত পথে’র কথাও। রাজীব নাম মুখে নেননি কারোর। তবে হাওড়ার তৃণমূলে ভাঙন রেখা স্পষ্ট হয়েছে দিনের পর দিন। এরই মধ্যে হাওড়ার রাজনীতিতে অনুঘটকের কাজ করেছিল লক্ষ্মীরতন শুক্লার ইস্তফা। ঠান্ডা লড়াই হয়ে ওঠে উষ্ণ।
কারণ এই লক্ষ্মীরতন শুক্লাই অরূপ রায়ের পরিবর্তে জেলা তৃণমূলের সভাপতি হয়েছিলেন। মন্ত্রিত্ব ও সভাপতি পদ ছাড়ার পর তাঁর বিজেপি-যোগ জল্পনা তুঙ্গে ওঠে। ঘটনাচক্রে এরই মাঝে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। বদলে যেতে শুরু করে গোটা সমীকরণ।
এরই মধ্যে অরূপ রায়ের অসুস্থতা আবার ক্লাইম্যাক্সের কাজ করে। বৈরতা উধাও হয়ে অরূপের অসুস্থতা ধরা দেয় রাজীব-লক্ষ্মী-অরূপ একতার সুর। হাসপাতালে ভর্তি অরূপ রায়কে দেখতে যান তাঁরা। হয় সৌজন্য বিনিময়। সবের মাঝেই রাজনীতির মহলে রাজীব-শুক্লা বিজেপি যোগ জল্পনা এখনও জিইয়ে রয়েছে। কিন্তু তা বলে অরূপ রায়! যিনি কিনা বর্তমানে হাওড়াবাসীর অন্যতম ‘সেবক’।
আরও পড়ুন: আলোচনার খুলবে পথ, বাম কংগ্রেস জোট সমঝোতা এগল আরও এক ধাপ
একুশের নির্বাচনে হাওড়ায় তৃণমূলের ব্যাটন আপাতত অরূপ রায়ের হাতেই, বলছে রাজনৈতিক মহল। রাজীব-শুক্লার ইস্তফার পর অরূপের ওপর ভরসা করেই জেলা সংগঠনে একতার সুর গাঁথতে চাইছেন নেত্রী। সেই অরূপই কি পা বাড়িয়ে রয়েছেন বিজেপির দিকে? অর্জুন সিংয়ের বক্তব্যে তৈরি হয়েছে নয়া জল্পনা।