Bally: ‘PF দিচ্ছে না, বেতন দেবে তাও আবার হাফে, আমায় দেবে আর পরিবারের একজনকে…’, বালি পুরসভায় বিক্ষোভ
Bally: যদিও এই ঠিকা শ্রমিকদের এই আন্দোলনে জেরে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বালির মানুষজন। তাঁদের অভিযোগ, ডাম্পিং গ্রাউন্ডে বালি পুরসভার গাড়ি ছাড়া অন্য গাড়িকে ময়লা ফেলতে দেওয়া হচ্ছে না।ফলে পুর এলাকায় সাফাইয়ে সমস্যা দেখা দিয়েছে।

বালি: এক সময় হুগলির চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। বেতন না মেলায় দিনের পর দিন প্রতিবাদ করেছেন তাঁরা। আর এবার বালি ডাম্পিং গ্রাউন্ডে বিক্ষোভ ঠিকাদারের অধীনস্ত চুক্তিভিত্তিক সাফাই কর্মীদের। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের কাজের নিয়মে পরিবর্তন এনেছে ওই ঠিকাদার সংস্থা। দেওয়া হচ্ছে না পিএফ। এমনকী ছুটি নিলে টাকা কেটে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ।
আন্দোলনকারীরা জানান, প্রায় ১৭০ জন কর্মচারি দু’টি ঠিকাদারের অধীনে কাজ করেন। আগে তাঁদের পিএফ সহ অন্যান্য সুবিধা দেওয়া হতো। কিন্তু গত ১ ফেব্রুয়ারি নোটিস দিয়ে কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে নতুন নিয়মে কাজ করতে হবে। কী বলা হয়েছে সেই নিয়মে? অস্থায়ী ওই কর্মীদের দাবি, ‘নো ওয়ার্ক নো পে’ হিসাবে কাজ করতে বলা হয়ছে। কোনও ছুটি কিংবা অন্য সুবিধা পাওয়া যাবে না। এরই প্রতিবাদে আন্দোলন। তাঁদের দাবি, পুরনো চুক্তির সুবিধা মতো কাজে নিতে হবে। এই পরিস্থিতিতে বালি পুরসভা সূত্রে জানানো হয়েছে মানুষ যাতে পরিষেবা পায় এবং সাফাই যাতে ঠিকমতো হয় তারজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যদিও এই ঠিকা শ্রমিকদের এই আন্দোলনে জেরে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বালির মানুষজন। তাঁদের অভিযোগ, ডাম্পিং গ্রাউন্ডে বালি পুরসভার গাড়ি ছাড়া অন্য গাড়িকে ময়লা ফেলতে দেওয়া হচ্ছে না।ফলে পুর এলাকায় সাফাইয়ে সমস্যা দেখা দিয়েছে।বিভিন্ন এলাকার মানুষজন জানাচ্ছেন অনিয়মিতভাবে সাফাই হচ্ছে।রাস্তায় আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। শান্তনু সাহা নামে এক কর্মী বলেন, “আমরা এক তারিখে কাজ করেছি। বালি পুরসভা থেকে যে টেন্ডার চলে গেছে সেটা তো জানাবে। তারপর দেখি নোটিস টাঙিয়ে বলেছে আমরা বেতন দিতে পারব না। বালি পুরসভা দেবে। তারপর বলল ওয়ার্ক নৌ পে-তে কাজ করবে। টাকা দেবে ৪০৪ টাকা। কিন্তু আবার দুভাগে। আমি পাব। আর আমার পরিবারের একজন। পিএফ দেবে। আমরা চাই পুরনো কাজের নিয়মে ফিরতে।”

