Howrah Bally: ‘পেটে খুব ব্যথা…’, পরে বাবা জানতে পারল ‘ছোট্ট’ মেয়েটার যন্ত্রণার আসল কারণ
Howrah Bally: নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার দিন বাড়িতে ছিল না কেউ। সেই সুযোগে বাড়িতে ঢোকে ওই অভিযুক্ত। এরপর গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখায় কিশোরীকে বলে দাবি। তারপরই ধর্ষণ করে বলে অভিযোগ।

হাওড়া: বাড়িতে ফিরে এসেই দেখলেন মেয়ে কাঁদছে। খালি বলে চলেছে পেটে ব্যথা। কিন্তু সুস্থ-স্বাভাবিক মেয়েটার হল কী! অনেকে প্রশ্নের পর নাবালিকা মেয়ের মুখ থেকে যা শুনলেন…চোখে জল ধরে রাখতে পারলেন না বাবা। ঘটনাটি হাওড়া বালির। সেখানেই এবার ধর্ষণের অভিযোগ। বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে তেরো বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । সোমবার অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে বালি থানার পুলিশ। ধৃতের নাম সুকুরু দাস ওরফে চিংড়ি। অভিযুক্ত যুবক নির্যাতিতা কিশোরীর প্রতিবেশী।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার দিন বাড়িতে ছিল না কেউ। সেই সুযোগে বাড়িতে ঢোকে ওই অভিযুক্ত। এরপর গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখায় কিশোরীকে বলে দাবি। তারপরই ধর্ষণ করে বলে অভিযোগ। এখানেই শেষ নয়। এই ঘটনা কাউকে জানালে তাঁকে প্রাণনাশেরও হুমকি দেয় ওই যুবক।
জানা যাচ্ছে, এরপর কিশোরীর বাবা-মা বাড়ি এলে সে কান্নাকাটি করতে থাকে। অসুস্থ হয়ে পড়ে সে। তার বাবা-মা জিজ্ঞাসা করতেই সে সমস্ত ঘটনা জানায়। এরপরই কিশোরীর বাবা বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মেয়েটির অভিযোগের ভিত্তিতে ধর্ষণের অভিযোগে পকসো আইনে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা করিয়ে তার গোপন জবানবন্দী নেওয়া হয় আদালতে। ধৃতকে আজ আদালতে তোলা হয়েছে। অভিযুক্তের জেল হেফাজত হয়েছে। নির্যাতিতার বাবা বলেন, “আমার বাবা সদ্যই মারা গেছে। সেই কারণে আমরা প্রথমে ওকে কাঁদতে দেখে ভেবেছিলাম দাদু মারা গেছে বলে কাঁদছে। এরপর আমরা বকা দিই। তখন বলে পেটে ব্যথা। পরে আমার বৌদিকে ও বলে শারীরিক নির্যাতন করা হয়েছে।”

