Howrah Accident: ১ থেকে ৪! ক্রমশ বেড়েই চলেছে হাওড়ায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা

Howrah Accident: এ দিন সকালে ডোমজুড়ের সলপে পান-সুপারি বোঝাই এক লরি উল্টে যায়। জানা গিয়েছে, ওই লরিটি মেছেদা থেকে পান বোঝাই করে ব্যারাকপুরে যাওয়ার পথে ফ্লাইওভারের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে যায়।

Howrah Accident: ১ থেকে ৪! ক্রমশ বেড়েই চলেছে হাওড়ায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা
হাওড়ায় দুর্ঘটনাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 6:35 PM

হাওড়া: সোমবার ঠাকুরপুকুর। মঙ্গলবার হাওড়া। ভয়াবহ এই দুর্ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই সংখ্যাটা এক থেকে বেড়ে গিয়ে চার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন আরও একাধিক।

এ দিন সকালে ডোমজুড়ের সলপে পান-সুপারি বোঝাই এক লরি উল্টে যায়। জানা গিয়েছে, ওই লরিটি মেছেদা থেকে পান বোঝাই করে ব্যারাকপুরে যাওয়ার পথে ফ্লাইওভারের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে যায়। এরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় ডোমজুড় থানার পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বাকি আহতদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। পথেই মৃত্যু হয় একজনের । বাকি দুজনের হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। বাকিরা এখনও চিকিৎসাধীন।

জানা গিয়েছে, ওই লরির চাকা চলন্ত অবস্থাতেই ফেরে গিয়েছিল। আহতদের দেখতে আসেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র। তিনি জখম পরিবারদের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের পাশে থাকার বার্তা দেন।