AMTA Student Death: পুলিশের কোনও গাফিলতি? তদন্তে সব দিক খতিয়ে দেখার আশ্বাস পুলিশ সুপারের

AMTA Student murder: কোনও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার তদন্তের কথা যখনই উঠছে, সেই সঙ্গে উঠে আসছে আরও একটি প্রশ্ন। আনিসের বাড়িতে যারা গিয়েছিল রাতের অন্ধকারে, তারা কারা? তদন্তে সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

AMTA Student Death: পুলিশের কোনও গাফিলতি? তদন্তে সব দিক খতিয়ে দেখার আশ্বাস পুলিশ সুপারের
আনিস-কাণ্ডে মামলা চলছে হাইকোর্টে।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2022 | 8:03 PM

কলকাতা : আনিস কাণ্ডে (Anis Khan Death) শুরু থেকেই সাবধানী পুলিশ। শনিবারই আমতা থানার তরফে জানানো হয়েছিল, কোনও পুলিশ আনিসের বাড়িতে যায়নি। কিন্তু রবিবার বিতর্ক বাড়তেই এবার সতর্ক অবস্থান নিল পুলিশ। পুলিশের কোনও গাফিলতি রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হবে। রবিবার বিকেলে এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার সৌম্য রায়। ডিজির নির্দেশে তদন্তকারী ডিএসপি পদমর্যাদার অফিসার। তদন্ত প্রক্রিয়ার তদারকি করবেন খোদ পুলিশ সুপার সৌম্য রায়। ফলে গতকাল পুলিশ যেমনটা দাবি করেছিল যে, আমতা থানা থেকে কোনও পুলিশকর্মী আনিসের বাড়িতে যায়নি, সেই দাবি থেকে এখন কিছুটা অন্য সুরে কথা বলছে পুলিশ। কোনও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার তদন্তের কথা যখনই উঠছে, সেই সঙ্গে উঠে আসছে আরও একটি প্রশ্ন। আনিসের বাড়িতে যারা গিয়েছিল রাতের অন্ধকারে, তারা কারা? তদন্তে সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

রবিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সৌম্য রায় জানিয়েছেন, “বিষয়টি নিয়ে তদন্ত শুরু হচ্ছে। সবকিছুই এখন তদন্ত করে দেখা হবে। এর পাশাপাশি আমাদের তরফ থেকে একটি তদন্ত অবশ্যই করানো হচ্ছে। সেই তদন্ত করছেন পুলিশের শীর্ষ কর্তারা। কোনও ক্ষেত্রে আমাদের গাফিলতি ছিল কি না, সেই সব দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।” এরপরই সাংবাদিকদের তরফ থেকে পুলিশ সুপারকে জানানো হয়, অভিযোগ উঠছে যাঁরা এসেছিল ওই রাতে, তারা প্রত্যেকেই পুলিশের উর্দি পরে ছিল। একজন খাঁকি পোশাক পরে ছিলেন, তাঁর কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং সিভিক ভলান্টিয়ার ছিল। তবে সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি হাওড়া গ্রামীণের পুলিশ সুপার।

তিনি জানান, “আমরা সেই বিষয়টুকুই দেখব, যে বিষয়টুকু নিয়ে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে।” তদন্তের জন্য কোনও বিশেষ দল গঠন করা হয়েছে কি না, সেই বিষয়ে জানতে চাওয়া হলে সৌম্য রায় বলেন, “ডিসিপি গোটা বিষয়টির তদন্ত করছেন এবং আমি সহ অন্যান্য অফিসাররা বিষয়টির উপর নজর রাখছি। যখন একটি তদন্ত হয়, তা একটি টিমের মাধ্যমেই হয়। সেখানে ময়না তদন্তের রিপোর্টের চিকিৎসক, ফরেন্সিক বিশেষজ্ঞরা সবাই থাকেন। আমরা সব কিছুই দেখব। যেখানে ঘটনাটি ঘটেছে, তার কিছুটা দূরেই এক জায়গায় জলসা হচ্ছিল। সেই সব বিষয়ই আমরা খতিয়ে দেখব।”

আরও পড়ুন : AMTA Student Death: আনিস মৃত্যুতে ফুঁসছে আমতা, পুলিশকে রুখতে একাট্টা হাজার-হাজার এলাকাবাসী