Howrah: সহায়িকার হাতে কামড়ে দিলেন শিক্ষিকা, ভয়ঙ্কর অভিযোগ
Howrah School Clash: অভিভাবকদের অভিযোগ, গত শনিবার বিদ্যালয় চলাকালীন স্কুলের শিক্ষিকা ও সহায়িকার মধ্যে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে বচসা শুরু হয় মুহূর্তের মধ্যেই তা চরম পর্যায়ে পৌঁছলে দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, সহায়িকার হাতে কামড় বাসায় স্কুলের শিক্ষিকা।

হাওড়া: স্কুল চলাকালীন সময়ে স্কুলের শিক্ষিকা ও সহায়িকার মধ্যে মারামারি! চঞ্চল্যকর ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরের একটি স্কুলে। প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ। হাওড়ার জগৎবল্লভপুরের মাজু শক্তি সাধন প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়েছে। শিক্ষিকার এহেন আচরণে আতঙ্কিত হয়ে পড়েছে খুদে পড়ুয়ারাও।
অভিভাবকদের অভিযোগ, গত শনিবার বিদ্যালয় চলাকালীন স্কুলের শিক্ষিকা ও সহায়িকার মধ্যে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে বচসা শুরু হয় মুহূর্তের মধ্যেই তা চরম পর্যায়ে পৌঁছলে দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, সহায়িকার হাতে কামড় বাসায় স্কুলের শিক্ষিকা। ঘটনায় গুরুতর আহত অবস্থায় বিদ্যালয়ের বাইরে বেরিয়ে আসেন ওই সহায়িকা।
যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং অভিভাবকরা বিদ্যালয়ের তালা ঝুলিয়ে দেন। আজ সকালে স্কুলের শিক্ষিকা ও সহায়িকা স্কুলে এলে তাদের ফিরিয়ে দেওয়া হয় এবং স্কুলের বাইরে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।তাঁদের দাবি, অবিলম্বে বিদ্যালয়ের শিক্ষিকা ও সহিকাকে বদলি করতে হবে।
তা না হলে তারা বিদ্যালয়ের পঠন পাঠন শুরু করতে দেবেন না। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। স্কুলের এক কর্মী বলেন, “সব কিছু নিয়েই সমস্যা। খাবার নিয়ে সমস্যা, বাচ্চাদের মারা নিয়ে সমস্যা, দিদিমনি হেল্পারকে ঝাঁটা নিয়ে মারতে যাবেন, এই সব কি স্কুলে হয়? মায়েরা যদি সাড়ে দশটা-এগারোটায় খাবার আনতে আসেন, তাহলে তাঁদের আর খাবার দেবেন না। ঘর থেকে সুপুরি পাতা এনে পুড়িয়ে রান্না করায়, তাহলে রান্না করতে কত দেরি হবে বুঝুন! ” স্কুলে এখনও উত্তেজনা রয়েছে।
