Howrah: ঠিক যেখানে নবান্ন, তার পাশের পাড়াতেই থাকতেন ওঁরা…মেয়ে-জামাই বাড়ি আসতেই মাথায় হাত
Howrah: যদিও নবান্নের মতো হাইপ্রোফাইল সিকিউরিটি জোনে এইভাবে চুরি যানিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে এলাকায় পুলিশের নজরদারিতে। এরপরেও চ্যাটার্জি হাট থানার পুলিশের ভূমিকায় যথেষ্ট আশাহত বৃদ্ধ দম্পতির মেয়ে জামাই।
হাওড়া: নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরি। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ৮ নম্বর অম্বিকা ঘোষাল লেনের তিন তলা বাড়িতে থাকেন এক বৃদ্ধ দম্পতি । কিছুদিন আগে চেন্নাইয়ে কর্মরত ছেলের কাছে গিয়েছেন বেড়াতে। বাড়ি তালাবন্ধ রয়েছে। আর এই সুযোগেই ভয়ঙ্কর ঘটনা। বাড়িতে সিঁধ কেটে সর্বস্ব চুরি করে নিয়ে যায় চোরের দল। বাপের বাড়িতে এসে দৃশ্য দেখে তাজ্জব বনে যান মেয়ে জামাই। প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার সোনা রূপার গহনা খোয়া গিয়েছে। নগদ দেড় লক্ষ টাকাও চুরি গিয়েছে বলে পরিবারের দাবি।
এছাড়াও একাধিক জিনিসপত্রও চুরি করে নিয়ে গিয়েছে। সবমিলিয়ে আনুমানিক প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার সম্পত্তি খোয়া গিয়েছে বলে পরিবারের দাবি। যদিও নবান্নের মতো হাইপ্রোফাইল সিকিউরিটি জোনে এইভাবে চুরি যানিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে এলাকায় পুলিশের নজরদারিতে। এরপরেও চ্যাটার্জি হাট থানার পুলিশের ভূমিকায় যথেষ্ট আশাহত বৃদ্ধ দম্পতির মেয়ে জামাই।
পরিবারের দাবি, এখনও পর্যন্ত চুরির কোনও এফআইআর নেওয়া হয়নি। যদিও চ্যাটার্জিহাট থানার এক অফিসার একবার নামমাত্র দেখে গিয়েছেন বলেই জানান দম্পতির মেয়ে জামাই। পুলিশের এই ভূমিকায় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।