Howrah: দেখাতে পারেননি বৈধ কাগজ, হাওড়া স্টেশন থেকে গ্রেফতার দুই বাংলাদেশি
Howrah: বাংলাদেশ থেকে বেশ কিছুদিন আগে তাঁরা ভারতে আসেন। এই দেশে এসে প্রথমে ওড়িশা এবং তার পরবর্তীতে মুম্বই গিয়েছিল কাজের জন্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ এমনটাই জানতে পেরেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়।

হাওড়া: হাওড়া স্টেশন থেকে গ্রেফতার দুই বাংলাদেশি। গোলাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার হাওড়া আদালতে পেশ করা হয় দুজনকেই। বৈধ কাগজপত্র না থাকায় অবৈধভাবে ভারতে প্রবেশ করায় গ্রেফতার দুই বাংলাদেশি আব্দুল্লাহ ,ফরিদা বেগম। তাঁরা দুজনে স্বামী ও স্ত্রী বলে পরিচয় দিলেও পুলিশকে কোনও বৈধ কাগজপত্র তাঁরা দেখাতে পারেন নি। কী উদ্দেশ্যে তাঁরা ভারতে এসেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে বেশ কিছুদিন আগে তাঁরা ভারতে আসেন। এই দেশে এসে প্রথমে ওড়িশা এবং তার পরবর্তীতে মুম্বই গিয়েছিল কাজের জন্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ এমনটাই জানতে পেরেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়। মুম্বাই থেকে হাওড়ায় আসার পর গতকাল হাওড়া স্টেশনের বাইরে তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তাঁরা বাংলাদেশী। আজ তাঁদের হাওড়া আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

