হাওড়া: সপ্তাহ খানেকের ব্যবধানেই দু’বার। দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে নবান্নের কাছে উল্টে গেল ছাই বোঝাই ১০ চাকার একটি ট্যাঙ্কার। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ একইভাবে কোলাঘাট থেকে কলকাতার দিকে যাওয়ার সময় ওই একই জায়গায় আরও একটি ছাই বোঝাই ট্যাঙ্কার উল্টে গেল। তবে এদিনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ডের পুলিশ ট্যাঙ্কারটিকে তিনটি ক্রেনের সাহায্যে তোলে। এর জেরে ভোরের দিকে দ্বিতীয় হুগলি সেতু ও কোণা এক্সপ্রেসওয়েতে কিছুটা যানজট তৈরি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ট্যাঙ্কারটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ট্যাঙ্কারটি কোলাঘাট থেকে ছাই নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল।
কোণা এক্সপ্রেসওয়ে ধরে ক্যারিরোড ছাড়িয়ে এটি দ্বিতীয় হুগলি সেতুতে উঠে টোলপ্লাজার দিকে যাওয়ার সময়ই নবান্নের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কোনওক্রমে ট্যাঙ্কারের চালক ও খালাসি বেরিয়ে এলে তাঁদের উদ্ধার করে ট্যাঙ্কারটিকে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয় পুলিশ।
প্রসঙ্গত, ১৮ই ডিসেম্বর শনিবার বিকেলে কোলাঘাট থেকে ছাই নিয়ে কলকাতার দিকে যাওয়ার সময় নবান্নর কাছে প্রায় একই জায়গায় একটি ট্যাঙ্কার উল্টে যায়। এক পথচারী ওই ট্যাঙ্কারের তলায় প্রায় এক ঘন্টা আটকে ছিলেন। পরে তাঁর মৃত্যু হয়। ট্যাঙ্কারটিকে চারটি হাইড্রোলিক ক্রেন দিয়ে তুলতে রাত হয়ে যায়।
আরও পড়ুন: নদিয়ায় কেন্দ্রীয় বিদ্যালয়ে ২৯ সহপাঠী করোনা আক্রান্ত, বাড়ছে আতঙ্ক!