Howrah: সেলফি তুলতে গিয়ে বড় বিপদ, রূপনারায়ণে পড়ে গেলেন ব্যক্তি
Howrah: জানা গিয়েছে আজ বিকাল আনুমানিক তিনটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা দুধকুমড়া থেকে হাওড়ার বাকসী আসছিল এই যাত্রীবাহী নৌকাটি। স্থানীয়দের দাবি নৌকা বসেই ওই ব্যক্তি মোবাইলে ছবি তোলার সময় অসাবধান বসত রুপনারায়নে পড়ে যায়।

দাসপুর(হাওড়া): বসেছিলেন নৌকায়। কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটে যাবে তা ভাবতেও পারেনি। সেই সময় ঘটে গেল বড় অঘটন। সেলফি তুলতে গিয়ে নৌকা থেকে পড়েন গেলেন এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের মতে ছবি তোলার সময় নৌকা থেকে পড়েন তিনি। হাওড়ার বাগনানের বাকসী এলাকার ঘটনা।
জানা গিয়েছে আজ বিকাল আনুমানিক তিনটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা দুধকুমড়া থেকে হাওড়ার বাকসী আসছিল এই যাত্রীবাহী নৌকাটি। স্থানীয়দের দাবি নৌকা বসেই ওই ব্যক্তি মোবাইলে ছবি তোলার সময় অসাবধান বসত রুপনারায়ণে পড়ে যান। নিখোঁজ ব্যক্তির খোঁজে নদীতে তল্লাশি সিভিল ডিফেন্স টিম ও পুলিশের।
রাম খাটুয়া নামে স্থানীয় বাসিন্দা বলেন, “উনি তো রোজই নৌকায় যাতাযাত করেন। আজ নৌকা খালি ছিল। সেলফি তুলছিল সেখানে বসে। মাঝির থেকে জানতে পারি আচমকা নৌকা পড়ে যান তিনি। বোধহয় টাল সামলাতে পারেননি। সঙ্গেসঙ্গে মাঝি ও আরও কয়েকজন নৌকা থেকে ঝাঁপ দেন তাঁকে বাঁচাতে। কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। এরপরই খবর দেওয়া হয় স্থানীয় থানার পুলিশকে। সঙ্গে আসে বিপর্যয় মোকাবিলা দলও। এখনও খোঁজ মেলেনি।”





