Murder Case: শুধু মাত্র টাকার জন্যই এত নৃশংসতা? বৃদ্ধ বাবাকে ইট দিয়ে থেঁতলে মেরে ফেলল ছেলেরা
Howrah: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের মাজু ঘোশালবাটি এলাকায়। জানা গিয়েছে, শৈল হাজরা নামের বছর চৌষট্টির এক বৃদ্ধকে তাঁর দুই ছেলে ও দুই বৌমা সহ নাতি ইট দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

জগৎবল্লভপুর: সরকারি প্রকল্পের বাড়ির টাকা পেয়েছিলেন বৃদ্ধ। কিন্তু সেই টাকায় নজর ছিল ছেলে-বৌদের। তবে বৃদ্ধ টাকা না দেওয়ায় বাবার প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের মাজু ঘোশালবাটি এলাকায়। জানা গিয়েছে, শৈল হাজরা নামের বছর চৌষট্টির এক বৃদ্ধকে তাঁর দুই ছেলে ও দুই বৌমা সহ নাতি ইট দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। এই ঘটনার পর বড় ছেলে পলাতক হলেও দুই বৌমা সহ মেজো ছেলেকে আটক করে তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।
“সরকারি ঘরের জন্য টাকা দিয়েছে। বাড়িও তৈরি হয়েছে। নাতিরা বলছে আমরা বুড়ো-বুড়ি মরে গেলে ওরা যে কেউ নিয়ে নেবে। এত অশান্তি করছে বলছে, এই ঘর না ছাড়লে মেরে ফেলব। সেই নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে গেলুম। কালকে থেকে এই নিয়ে মারধর চলছে। আমার মেজো বউ আমায় মেরেছে। নাতি ঘুষি মেরেছে। স্বামী বাঁচাতে এসেছে, তখন ওকে ইট দিয়ে মেরেছে।” বৃদ্ধা জানিয়েছেন, ইতিমধ্যেই ওঁর বড় ছেলে পালিয়ে গিয়েছে। তবে মেজ ছেলেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে।





