Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ডোমজুড় থেকেই ভোটে দাঁড়াব’ খোলা চ্যালেঞ্জ রাজীবের

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

'ডোমজুড় থেকেই ভোটে দাঁড়াব' খোলা চ্যালেঞ্জ রাজীবের
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 27, 2021 | 9:48 AM

হাওড়া:ডোমজুড় কেন্দ্র থেকেই ভোটে দাঁড়াচ্ছি,” মঙ্গলবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ার শলপে এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে এমনই ঘোষণা করলেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক। সদ্য মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া রাজীবের মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য রাজনৈতিক মহলে। তিনি বলেন, ”যেখানেই থাকি না কেন আগামী বিধানসভা নির্বাচনে ডোমজুড় থেকেই ভোটে দাঁড়াব।

কয়েকদিন আগেই তৃণমূলত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে এক পংক্তিতে ফেলে আক্রমণ শানান শ্রীরামপুরের কল্যাণ ববন্দ্যোপাধ্যায়। গত শনিবার বাঁকুড়ার কমলপুরে তৃণমূলের এক জনসভায় কল্যাণ কার্যত তুইতোকারি করে বলেন, “পালিয়ে যাস না। নন্দীগ্রামেই দাঁড়াস। এক লক্ষের বেশি ভোটে হারাব। আর রাজীব সদ্য গেছে। তুইও পালিয়ে যাস না। পারলে ডোমজুড়েই দাঁড়াস। ২৫ হাজার ভোটে রাজীব বন্দ্যোপাধ্যায়কে হারাব।” কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণের প্রতুত্তরে এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন আবার ডোমজুড় থেকেই প্রার্থী হচ্ছেন তিনি। এখন প্রশ্ন উঠছে, এবার কি বিজেপির টিকিটে ভোটে লড়বেন রাজীব? এই প্রসঙ্গে রাজীবের ইঙ্গিত, “যেখানেই থাকিনা কেন আমি ভোটে লড়বই।

আরও পড়ুন: মদনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপির

গত শুক্রবার রাজীবের বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, এঁদের বিজেপিতে নেওয়া হচ্ছে যাতে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে পারেন। যদিও বেসুরোরাজীব নিজে এখনও বিজেপিতে যোগদান নিয়ে মুখ খোলেননি। জানা যাচ্ছে, তবে গত ১৯ ডিসেম্বর মেদিনীপুরের জনসভায় শুভেন্দু অধিকারীসহ ৯ তৃণমূলবামকংগ্রেসের বিধায়কের বিজেপিতে যোগদানের পর আবার ৩০ জানুয়ারি বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। এই সফরেও তৃণমূলের কেউ যোগ দেবেন কিনা তা নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে। এই প্রেক্ষিতে রাজীবের খোলা চ্যালেঞ্জকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।