Howrah: হাওড়া শহরের অবস্থা দেখুন! ধসের জেরে ফেটে গেল রাস্তা, চিড় ধরেছে বাড়িতে, গৃহহীণ অসংখ্য
Howrah: জানা গিয়েছে, হাওড়ার বেলগাছিয়া ভাগাড় এলাকায় গতকাল ধস নেমেছিল। আর এই ধস নামার ফলে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে একবার নয়, এই ধস নেমেছে বারবার।

জানা গিয়েছে, হাওড়ার বেলগাছিয়া ভাগাড় এলাকায় গতকাল ধস নেমেছিল। আর এই ধস নামার ফলে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে একবার নয়, এই ধস নেমেছে বারবার। এরপরই আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। এলাকারবাসীর দাবি, আবর্জনা বোঝাই গাড়ি যাচ্ছে ওই এলাকা দিয়ে সেই কারণে এই ধস। এরপর ময়লা ফেলার গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তারপরই এলাকায় পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এক মহিলা বলেন, “শুক্রবার সন্ধেবেলাও এতটা খারাপ অবস্থা হয়েছে। এখন পুকুর ধারে রয়েছি। রাস্তা পুরো ফুলে ফেঁপে উঠে গেছে। রাস্তার ফাটল বাড়ছে।”
অরূপ রায় বলেন, “এর আগে ২০০৯ সালে হাওড়া পুরসভা বিরোধী দলের হাতে ছিল। সেই সময় তাঁরা এই এলাকায় উচ্ছেদ করতেন। আমি নিজে দাঁড়িয়ে থেকে আটকেছিলাম। এবার ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। সেই সময় জলেরও সমস্যা রয়েছে। শিবপুর, সালকিয়া, মধ্য হাওড়াতে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পুরসভা কাজ করছে। তারপর আবার বৃষ্টি হচ্ছে। সব বাধা বিপত্তি উপেক্ষা করেই কাজ হচ্ছে।





