Howrah Hospital: ‘কথা দিয়ে রাখেননি মন্ত্রী’, ঝাঁঝ বাড়ছে নার্সদের আন্দোলনের
Howrah: এদিন 'নার্সেস ইউনিটি' হাওড়া শাখার পক্ষ থেকে হাওড়া হাসপাতালের মেডিকেল সুপারের ঘরের সামনে এদিন বিক্ষোভ দেখানো হয়।
হাওড়া: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। তারপরও বেতনের বৈষম্য দূর হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে হাওড়া হাসপাতালে বিক্ষোভ দেখালেন কর্তব্যরত নার্সরা। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতিশ্রুতি দিলেও বেতনের ক্ষেত্রে সাম্য আসেনি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এই বঞ্চনা দ্রুত নিরসন করতে হবে বলেই সুর চড়ান বিক্ষুব্ধরা। একইসঙ্গে তাঁদের দাবি, রাজ্যজুড়ে নার্সদের উপর নানা মহল থেকে অসহিষ্ণুতার ছবি দেখা যায়। সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো দেওয়ার সঙ্গে ওষুধ দেওয়া, ছাঁটাই না করার মতো একাধিক দাবিতে শুক্রবার নার্সরা বিক্ষোভ দেখান হাসপাতালে। যদিও এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এদিন ‘নার্সেস ইউনিটি’ হাওড়া শাখার পক্ষ থেকে হাওড়া হাসপাতালের মেডিকেল সুপারের ঘরের সামনে এদিন বিক্ষোভ দেখানো হয়। প্ল্যাকার্ড, পোস্টার হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন নার্সরা। হাসপাতালচত্বরে একটি মিছিলও করেন তাঁরা। পরে হাসপাতাল সুপারের হাতে দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, স্মারকলিপিতে বলা হয় দীর্ঘদিন ধরে নার্সদের এই আন্দোলন চলছে। এরই পরিপ্রেক্ষিতে ২০২১ সালের অগস্ট মাসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নার্সেস ইউনিটিকে বেতন বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও দাবি করা হয় সেখানে। এই বিষয় আদালত অবধিও গড়ায়। ২০২১ সালের ২ ডিসেম্বর আদালতে শুনানি হয়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নার্সদের দাবি মেটানোর কথা বললেও সরকার তা করেনি বলেই অভিযোগ এই সংগঠনের।
এমনকী নার্সদের বক্তব্য, তাঁদের আন্দোলনের ধার নষ্ট করতে এদিক ওদিক বদলি করে দেওয়া হচ্ছে নার্সদের। মিলি বন্দ্যোপাধ্যায় নামে এক নার্স জানান, তিনি বদলি চাননি। অথচ তাঁকে পিজি থেকে হাওড়ার পাঁচলা গ্রামীণ হাসপাতালে বদলি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। সংগঠনের সহ সম্পাদিকা সুরঞ্জনা মল্লিক জানান, অন্যান্য সেক্টরে ডিপ্লোমা ডিগ্রিধারীরা তাঁদের বেতন পরিকাঠামোর সুনির্দিষ্ট মর্যাদা পেয়ে থাকলেও নার্সদের ক্ষেত্রে তা হয় না। এ নিয়ে বললে বদলি করে দেয়।
আরও পড়ুন: Health workers Recruitment: শতাধিক শূন্যপদে নিয়োগ, কোন জেলায়, কীভাবে আবেদন করা যাবে রইল খোঁজ