উলুবেড়িয়া: ভোটের আগের (West Bengal Assembly Election 2021) রাতেই ইভিএম (EVM) তুলে নিজের বাড়ি নিয়ে চলে গেলেন তৃণমূল (TMC) নেতা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা হাওড়ার উলুবেড়িয়ায় (Uluveria)। পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ। পরে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় ইভিএম, ভিভি প্যাট। ঘটনায় ইতিমধ্যেই সিইও-র কাছে রিপোর্ট তলব করেছেন সুদীপ জৈন। পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। সাসপেন্ড করা হয়েছে সেক্টর অফিসারকেও।
ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে উলুবেড়িয়া এলাকা। গ্রামবাসীরা অভিযোগ করেন, ভোটের আগের রাতে তুলসিবেড়িয়ার তৃণমূল নেতা গৌতম ঘোষ নিজের বাড়িতে ইভিএম রেখে দিয়েছিলেন। ঘটনাচক্রে মঙ্গলবার সকালে তাঁর বাড়ি থেকে ইভিএম উদ্ধারও হয়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন
এ প্রসঙ্গে তৃণমূলনেতার বক্তব্য, সেক্টর অফিসার সারা দিন কাজের শেষে তাঁর বাড়িতে বিশ্রাম নিতে গিয়েছিলেন। তাঁর সঙ্গেই ইভিএম ছিল। এদিকে সেক্টর অফিসারের তপন সরকারের বক্তব্য, তিনি ক্লান্ত ছিলেন। তাই আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তবে এই কাজ করা কখনই ঠিক হয়নি বলেও স্বীকার করেছেন তিনি। সেক্টর অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
উলুবেড়িয়ার গ্রামে খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বিডিও। গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ গিয়ে রীতিমতো লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিডিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থী চিরন বেরার অভিযোগ, তুলসিবেড়িয়ার তৃনমূল নেতা গৌতম ঘোষ রিগিং করতেই পরিকল্পিতভাবে ইভিএম নিজের বাড়িতে এনে রেখেছিল। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয়বাহিনী। উদ্ধার হওয়া ইভিএম ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
উলুবেড়িয়া: ভোটের আগের (West Bengal Assembly Election 2021) রাতেই ইভিএম (EVM) তুলে নিজের বাড়ি নিয়ে চলে গেলেন তৃণমূল (TMC) নেতা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা হাওড়ার উলুবেড়িয়ায় (Uluveria)। পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ। পরে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় ইভিএম, ভিভি প্যাট। ঘটনায় ইতিমধ্যেই সিইও-র কাছে রিপোর্ট তলব করেছেন সুদীপ জৈন। পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। সাসপেন্ড করা হয়েছে সেক্টর অফিসারকেও।
ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে উলুবেড়িয়া এলাকা। গ্রামবাসীরা অভিযোগ করেন, ভোটের আগের রাতে তুলসিবেড়িয়ার তৃণমূল নেতা গৌতম ঘোষ নিজের বাড়িতে ইভিএম রেখে দিয়েছিলেন। ঘটনাচক্রে মঙ্গলবার সকালে তাঁর বাড়ি থেকে ইভিএম উদ্ধারও হয়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন
এ প্রসঙ্গে তৃণমূলনেতার বক্তব্য, সেক্টর অফিসার সারা দিন কাজের শেষে তাঁর বাড়িতে বিশ্রাম নিতে গিয়েছিলেন। তাঁর সঙ্গেই ইভিএম ছিল। এদিকে সেক্টর অফিসারের তপন সরকারের বক্তব্য, তিনি ক্লান্ত ছিলেন। তাই আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তবে এই কাজ করা কখনই ঠিক হয়নি বলেও স্বীকার করেছেন তিনি। সেক্টর অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
উলুবেড়িয়ার গ্রামে খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বিডিও। গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ গিয়ে রীতিমতো লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিডিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থী চিরন বেরার অভিযোগ, তুলসিবেড়িয়ার তৃনমূল নেতা গৌতম ঘোষ রিগিং করতেই পরিকল্পিতভাবে ইভিএম নিজের বাড়িতে এনে রেখেছিল। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয়বাহিনী। উদ্ধার হওয়া ইভিএম ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।