ময়নাগুড়িতে বেলাইন বিকানের এক্সপ্রেসের, জানুন গুরুত্বপূর্ণ তথ্য

Bikaner-Guwahati Express Train Derailed: ইতিমধ্যেই নবান্ন থেকে নির্দেশ গিয়েছে ডিএম, এসপি, আইজি নর্থ বেঙ্গল এবং SDRF দলের কাছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ রয়েছে গ্যাস কাটার, অ্যাম্বুলেন্স, শুকনো খাবার ঠিকঠাক ভাবে পৌঁছনোর।

| Edited By: | Updated on: Jan 13, 2022 | 9:57 PM
উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে।  আজ বিকেলে গৌহাটি যাওয়ার পথে উত্তরবঙ্গের ময়নাগুড়ির কাছে লাইনচ্যুত হয়  বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন আরএম দিলীপ কুমার সি। যাত্রীদের জন্য গুয়াহাটি যাওয়ার অন্য ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। মাইকিং করছে রেল কর্তৃপক্ষ, গুয়াহাটি যাওয়ার বিশেষ ট্রেন আসছে।

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। আজ বিকেলে গৌহাটি যাওয়ার পথে উত্তরবঙ্গের ময়নাগুড়ির কাছে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন আরএম দিলীপ কুমার সি। যাত্রীদের জন্য গুয়াহাটি যাওয়ার অন্য ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। মাইকিং করছে রেল কর্তৃপক্ষ, গুয়াহাটি যাওয়ার বিশেষ ট্রেন আসছে।

1 / 7
জেলা প্রশাসনের একটি সূত্রে খবর এই রেল দুর্ঘটনায় ২০০ জনের বেশি আহত হয়েছেন। কোচবিহার থেকে ১৬ টি অ্যাম্বুলেন্স, ডাক্তার ও নার্সদের একটি দল ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, কুড়ি জন পুলিশের একটি দল শুকনো খাবারের প্যাকেট সহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারও ওই দলে রয়েছেন ।

জেলা প্রশাসনের একটি সূত্রে খবর এই রেল দুর্ঘটনায় ২০০ জনের বেশি আহত হয়েছেন। কোচবিহার থেকে ১৬ টি অ্যাম্বুলেন্স, ডাক্তার ও নার্সদের একটি দল ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, কুড়ি জন পুলিশের একটি দল শুকনো খাবারের প্যাকেট সহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারও ওই দলে রয়েছেন ।

2 / 7
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে জানিয়েছিলেন, আগামীকাল দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী উদ্ধার কাজ এবং আহতদের ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থার উপর নজর রাখছেন। যদিও খবর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবেন রেলমন্ত্রী।  শুভেন্দু অধিকারী গোটা ঘটনায় মৃত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। টুইটে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে জানিয়েছিলেন, আগামীকাল দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী উদ্ধার কাজ এবং আহতদের ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থার উপর নজর রাখছেন। যদিও খবর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবেন রেলমন্ত্রী। শুভেন্দু অধিকারী গোটা ঘটনায় মৃত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। টুইটে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

3 / 7
ভয়াবহ রেল দুর্ঘটনা রাজ্যে।

ভয়াবহ রেল দুর্ঘটনা রাজ্যে।

4 / 7
ইতিমধ্যেই নবান্ন থেকে নির্দেশ গিয়েছে ডিএম, এসপি, আইজি নর্থ বেঙ্গল এবং SDRF দলের কাছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ রয়েছে গ্যাস কাটার, অ্যাম্বুলেন্স, শুকনো খাবার ঠিকঠাক ভাবে পৌঁছনোর।এছাড়াও রাজ্য সরকারের তরফে উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে সবরকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই নবান্ন থেকে নির্দেশ গিয়েছে ডিএম, এসপি, আইজি নর্থ বেঙ্গল এবং SDRF দলের কাছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ রয়েছে গ্যাস কাটার, অ্যাম্বুলেন্স, শুকনো খাবার ঠিকঠাক ভাবে পৌঁছনোর।এছাড়াও রাজ্য সরকারের তরফে উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে সবরকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

5 / 7
এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও মৃত্যুর সংখ্যা আরও বেশি বলে অনুমান। মুখ্যমন্ত্রীর কাছে রেল দুর্ঘটনার খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষিতে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা কেন্দ্রের।

এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও মৃত্যুর সংখ্যা আরও বেশি বলে অনুমান। মুখ্যমন্ত্রীর কাছে রেল দুর্ঘটনার খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষিতে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা কেন্দ্রের।

6 / 7
এমারজেন্সি কন্ট্রোল রুম খোলা হয়েছে দুটি গুরুত্বপূর্ণ স্টেশনে। তার হেল্পলাইন নম্বর ৯০০২০৪১৯৫১, ৯০০২০৪১৯৫৫ এবং ৯০০২০৪১৯৫২, ০৬৪৫২২৩০৬৯২। প্রতিবন্ধকতার মধ্যে চলছে উদ্ধারকাজ। হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্ক ঠিক রাখা এবং ডাক্তারদের তৈরি করা রাখা হচ্ছে

এমারজেন্সি কন্ট্রোল রুম খোলা হয়েছে দুটি গুরুত্বপূর্ণ স্টেশনে। তার হেল্পলাইন নম্বর ৯০০২০৪১৯৫১, ৯০০২০৪১৯৫৫ এবং ৯০০২০৪১৯৫২, ০৬৪৫২২৩০৬৯২। প্রতিবন্ধকতার মধ্যে চলছে উদ্ধারকাজ। হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্ক ঠিক রাখা এবং ডাক্তারদের তৈরি করা রাখা হচ্ছে

7 / 7
Follow Us: