Jalpaiguri: ঘরে ঢুকে মাংস, কোল ড্রিঙ্কস খেল চোর, তারপর…
Jalpaiguri: ক্য়ান্টিনের মালিক সঞ্জীব সাহা বলেন, সিলিং ভেঙে চোর রান্না ঘরে প্রবেশ করেছিল। আঙুল দিয়ে উপরের ভাঙা সিলিংটি দেখান তিনি। তাঁর অনুমান, সিলিং ভেঙে ভেতরে ঢোকার পর দরজার একটি অংশ ভেঙে এক ঘর থেকে অন্য ঘরে ঢোকে চোর। এরপর ফ্রিজে থাকা রান্না করা চিকেন ও মাটন গ্যাস জ্বালিয়ে গরম করে।

জলপাইগুড়ি: চুরি করতে সিলিং ভেঙে ঘরে ঢুকেছিল। তারপর আরাম করে মাংস ও কোল্ড ড্রিঙ্কস খেল চোর। খাবার খেয়ে বাসন চুরি করে পালিয়ে গেল। অবাক করা ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির খাগড়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা খুকশিয়া পার্কের ক্যান্টিনে। ঘটনার তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ।
ময়নাগুড়ি ব্লকে খাগড়াবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে খুকশিয়া মন্দির। তার কাছেই পঞ্চায়েত সমিতির তরফে দীর্ঘদিন আগে তৈরি করা হয় খুকশিয়া পার্ক। ওই পার্কের ক্যান্টিন চালান সাহা দম্পতি। অভিযোগ, ওই ক্যান্টিনের চালের টিন খুলে সিলিং ভেঙে শনিবার রাতে চুরির ঘটনা ঘটেছে।
ক্য়ান্টিনের মালিক সঞ্জীব সাহা বলেন, সিলিং ভেঙে চোর রান্না ঘরে প্রবেশ করেছিল। আঙুল দিয়ে উপরের ভাঙা সিলিংটি দেখান তিনি। তাঁর অনুমান, সিলিং ভেঙে ভেতরে ঢোকার পর দরজার একটি অংশ ভেঙে এক ঘর থেকে অন্য ঘরে ঢোকে চোর। এরপর ফ্রিজে থাকা রান্না করা চিকেন ও মাটন গ্যাস জ্বালিয়ে গরম করে। এরপর দুই রকম মাংস এবং কোল্ড ড্রিঙ্কস আরাম করে খায় চোর। কোল ড্রিঙ্কসের ফাঁকা বোতল দেখালেন তিনি।
তবে কী চোর কিছুই নিয়ে যায়নি? না, নিয়ে গিয়েছে। সঞ্জীব সাহা বলেন, খাওয়া দাওয়ার পর ফ্রিজে থাকা কিছু কোল্ড ড্রিঙ্কস এবং মেজে রাখা বাসনগুলি চুরি করে পগারপার হয়ে যায় চোর। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। কয়েকটা বাসন চুরি করতে চোর সিলিং ভেঙে কেন ঢুকেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

