Jalpaiguri Accident: বেড়াতে গিয়েছিলেন চার বন্ধু, ফেরার পথেই মর্মান্তিক পরিনতি
Jalpaiguri Accident: সন্ধ্যার মুখে লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি ফিরছিলেন তাঁরা। গাড়িটি ময়নাগুড়ি আসার সময় সিঙিমারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
জলপাইগুড়ি: বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হল না। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। তাঁরা ময়নাগুড়ি শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে লাটাগুড়িতে বেড়াতে যান ময়নাগুড়ির বাসিন্দা ওই চার যুবক। সন্ধ্যার মুখে লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি ফিরছিলেন তাঁরা। গাড়িটি ময়নাগুড়ি আসার সময় সিঙিমারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারলে ৫ জন গুরুতর আহত হন।
তাঁদের উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৪ জনের প্রাথমিক চিকিৎসা করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অপরদিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি হাসপাতাল থেকে চারজনকে জলপাইগুড়ি নিয়ে যাওয়া হলে তার মধ্যে আরও একজনের মৃত্যু হয়। বাকি তিন জনের চিকিৎসা চলছে। এরা প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
ঘটনায় ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা ময়নাগুড়ি শহরের দুই তরতাজা যুবককে হারালাম। এরা ৪ বন্ধু মিলে আজ ডুয়ার্সে বেড়াতে যান। ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। আমরা পুরসভার পক্ষ থেকে এদের পরিবারের পাশে আছি।
আরও পড়ুন: Bagtui Massacre: তোলাবাজির ভাগ পেতেন অনুব্রত! বগটুই-কাণ্ডে বিস্ফোরক শেখলাল