Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bidhannagar : আবাসনের ভিতরে রেস্তঁরা খুলে জল-বিদ্যুতের বিল না দেওয়ার অভিযোগ! শাসকদলের ছত্রছায়াতেই দাদাগিরি?

Baguiati Police: নিউটাউন চিনার পার্ক ঝাউতলা এলাকা একটি আবাসনে অবৈধভাবে রেস্তঁরা তৈরি এবং চিমনি লাগানোকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময়েই আবাসনের বাসিন্দাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ।

Bidhannagar : আবাসনের ভিতরে রেস্তঁরা খুলে জল-বিদ্যুতের বিল না দেওয়ার অভিযোগ! শাসকদলের ছত্রছায়াতেই দাদাগিরি?
নিউটাউনের আবাসনে রেস্তঁরা খুলে মজুত হচ্ছে গ্যাস সিলিন্ডার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 8:59 PM

কলকাতা : এবার শাসক দলের দাদাগিরির অভিযোগ বিধাননগরে। বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট তাপস চক্রবর্তী ও তার সহযোগী রাহুল গুপ্তার দাদাগিরির অভিযোগ। আবাসনের বাসিন্দাদের মারধরের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এমনকী মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে বাগুইআটি থানায়। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। নিউটাউন চিনার পার্ক ঝাউতলা এলাকা একটি আবাসনে অবৈধভাবে রেস্তঁরা তৈরি এবং চিমনি লাগানোকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময়েই আবাসনের বাসিন্দাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ।

আবাসনের আবাসিকদের অভিযোগ, বাসস্থানের জন্য আবাসন তৈরি হলেও সেখানে ব্যবসায়িকভাবে রেস্তঁরা খোলা হয়েছে। শুধু তাই নয়, অবৈধভাবে প্রচুর পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছে বলেও অভিযোগ। বিষয়টি আবাসনের বাসিন্দারা বাধা দিতে গেলে রেস্তঁরার মালিক রাহুল গুপ্ত এবং তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট তাপস চক্রবর্তী আবাসনের বাসিন্দাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায়, একাধিক আবাসিক জখম হয়েছেন, সেই সঙ্গে এমনকী মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ।

এর পাশাপাশি আরও অভিযোগ রয়েছে। আবাসনের এক বাসিন্দা জানিয়েছেন, “এখানে দোকান খোলা হয়েছে। এখান থেকে জল ও বিদ্যুত ব্যবহার করা হচ্ছে। কিন্তু তার বিল দিচ্ছে না। তার জন্য আমাদের এক মাস ধরে জল ছিল না। ইলেকট্রিসিটি অফিস থেকে লাইন কেটে দিয়েছিল বিল না দেওয়ার কারণে।”

এখানেই প্রশ্ন উঠছে, কী করে বাসস্থান হিসেবে ব্যবহারযোগ্য আবাসন ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? তা কি শুধুমাত্রই ক্ষমতার জোরে? অভিযোগ করতে গেলে তৃণমূলের নাম করে হুমকি ও ভয় দেখানো হচ্ছে? আবাসনের বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত কোনওরকম সুরাহা মিলেনি।

আবাসনের এক বাসিন্দা অনুপ কুমার পাল জানিয়েছেন, “আমাদের এটা রেসিডেনশিয়াল কমপ্লেক্স। এখানে আমাদের প্রায় ২০ টি ফ্ল্যাট রয়েছে। হঠাৎ, গত ৪-৫ হল এখানে একটি কিচেন তৈরি করেছে। তারপর উপর কমন এরিয়া এবং পার্কিং এলাকা দিয়ে চিমনি নিয়ে গিয়েছে। সারা রাত আওয়াজ হয়। সকাল থেকে শুরু হয়, রাত সাড়ে তিনটে-চারটে পর্যন্ত চলে। আমরা রাতে ঘুমাতে পারছি না। প্রচুর সমস্যা হচ্ছে। তাও শোনেনি। আমরা এর আগে থানাতেও অভিযোগ জানিয়েছিলাম। এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ১২ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট তাপস চক্রবর্তী তৃণমূলের নাম ভাঙিয়ে আমাদের ধমক দেয়। মারধর করছে। এমনকী মেয়েদের উপরেও চড়াও হয়েছে।”

বিষয়টি নিয়ে নিউটাউন তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি অচিন্ত্য মণ্ডল বলেন, “গতকাল সারাদিন আমি ব্যস্ত ছিলাম। আজ সকালে অভিযোগ এসেছে। তথ্য সংগ্রহের জন্য আমি আমার ছেলেদের পাঠিয়েছি। অভিযোগ সত্য হলে, এই ধরনের বেআইনি কাজ আমাদের দল এবং দলের নেত্রী একেবারেই বরদাস্ত করবেন না। আমি কথা দিচ্ছি, এর ব্যবস্থা আমি করবই। থানার আইসি সাহেবও নিরপেক্ষ তদন্ত করবেন। আমরাও দল থেকে আমাদের যা করার করব।”

আরও পড়ুন : Suvendu Adhikari: ‘সুপ্রিম কোর্টের রায় আছে…’, সাসপেনশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ইঙ্গিত শুভেন্দুর