Jalpaiguri: আসছে কবিগুরুর জন্মদিন, চিরস্মরণীয় করতে ১৬০ ফুট লম্বা ক্যানভাসে ছবি আঁকলেন শিল্পীরা

Jalpaiguri: শুক্রবার ১৫ ই এপ্রিল একদিকে যেমন ছিল পয়লা বৈশাখ, একই সঙ্গে ছিল বিশ্ব চিত্রকলা দিবস।

Jalpaiguri: আসছে কবিগুরুর জন্মদিন, চিরস্মরণীয় করতে ১৬০ ফুট লম্বা ক্যানভাসে ছবি আঁকলেন শিল্পীরা
১৬০ ফুট লম্বা ক্যানভাসে ছবি আঁকলেন শিল্পীরা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 1:37 PM

জলপাইগুড়ি: আর কয়েকদিন। তারপর ২৫ শে বৈশাখ। তাই কবিগুরুর এই জন্মদিনটিকে চিরস্মরণীয় করে রাখতে অভিনব চিত্রকল্পের আয়োজন করলো উত্তরবঙ্গের চিত্র শিল্পীরা। প্রেম, পূজা ও প্রকৃতি কবিগুরুর এই তিন পর্যায়কে হাতিয়ার করে ১৬০ ফুট লম্বা ক্যানভাসে রবীন্দ্রনাথের জন্মদিবস উদযাপন করা শুরু করে দিলেন তাঁরা। শুক্রবার ১৫ ই এপ্রিল একদিকে যেমন ছিল পয়লা বৈশাখ, একই সঙ্গে ছিল বিশ্ব চিত্রকলা দিবস। এর মধ্যে আবার আসছে ২৫ শে বৈশাখ। এই বছর কবিগুরুর ১৬০ তম জন্মদিবস। তাই বাংলা বছরের শুরুর দিন ও বিশ্ব চিত্রকলা দিবসকে চিরস্মরণীয় করে রাখতে এই অভিনব চিত্রকল্পের আয়োজন করল উত্তরের চিত্র শিল্পীরা।

শুক্রবার জলপাইগুড়ি শিরিশ তলা এলাকার একটি আর্ট গ্যালারিতে শিল্পীরা একত্রিত হন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম, প্রকৃতি ও পূজা এই তিনটি পর্যায়কে হাতিয়ার করে জলরঙ, এক্রেলিক, পেনসিল প্রভৃতির মাধ্যমে শিল্পীরা ১৬০ ফুট লম্বা হ্যান্ডমেড পেপার রোলের উপর টুকরো-টুকরো ছবিতে স্ক্রল আর্টের মাধ্যমে তিনটি পর্যায়কে প্রকাশ করার ক্ষুদ্র প্রয়াস নেয়। সূত্রের খবর, ‘ইন আর্ট ওয়ার্ল্ড অরগানাইজেশন’ এর পক্ষ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ৪০ জন চিত্রকলা শিল্পীরা একত্রিত হয়ে প্রায় ৬ ঘণ্টা ধরে ছবি এঁকে তাঁদের কর্মসূচি পালন করে।

সংস্থার পক্ষে সুশান্ত ধর বলেন, ‘একদিকে আজকে যেমন পয়লা বৈশাখ, পাশাপাশি আজ বিশ্ব চিত্রকলা দিবস। আর একই সঙ্গে আগামী ২৫ শে বৈশাখ কবিগুরুর ১৬০ তম জন্মদিবস। এই তিনটি বিষয় একসঙ্গে করে আমারা এই ক্ষুদ্র প্রয়াস নিলাম। একই সঙ্গে আমরা আজকের দিন থেকেই কবিগুরুর ১৬০ তম জন্মদিবস উদযাপন করা শুরু করে দিলাম।’

সংস্থার নর্থ বেঙ্গলের কো-অর্ডিনেটর কৌশিক ঘোষ বলেন, ‘কবিগুরুর ১৬০ তম জন্মজয়ন্তীকে সামনে রেখে সকল সদস্যরা মিলে ১৬০ ফিট দৈর্ঘ্যের কবিগুরুর জীবনী পেইন্টিং করেছেন। সকল সদস্য ও দর্শকরাও সম্মিলিতভাবে এই প্রচেষ্টায় অংশগ্রহণ করেছেন। যদি কোনও রবীন্দ্র অনুরাগী এই ১৬০ ফুট লম্বা ছবিটি আমাদের থেকে নিতে চান তবে আমরা তাঁকে দিয়ে দেব।’

আরও পড়ুন: Basirhat Minor Physically Harassed: অল্প দিনের সম্পর্কের মধ্যেই সহবাস, পরে চিড় ধরতেই ‘ভয়ঙ্কর কাণ্ড’ ঘটাল নাবালক প্রেমিক