Basirhat Minor Physically Harassed: অল্প দিনের সম্পর্কের মধ্যেই সহবাস, পরে চিড় ধরতেই ‘ভয়ঙ্কর কাণ্ড’ ঘটাল নাবালক প্রেমিক
Basirhat: পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই গ্রামের বাসিন্দা ওই যুগল। দু'জনের কেউই প্রাপ্ত বয়স্ক নয়।
বসিরহাট: খুব বেশিদিন হয়নি প্রণয়ের সম্পর্কের। স্বল্পদীর্ঘ এই সম্পর্কের মধ্যেই একাধিকবার সহবাস। তারই কিছু ঘনিষ্ট মুহূর্তের ছবি তোলা ছিল প্রেমিকের মোবাইলে। কিন্তু সম্পর্কে চিড় ধরতেই শুরু হয় ‘ব্যাকমেইল’। আপত্তিকর সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে প্রেমিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়া থানা এলাকার। এই ঘটনায় নিগ্রহীতার পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে তোলা হয় সল্টলেকের জুভেনাইল আদালতে। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই গ্রামের বাসিন্দা ওই যুগল। দু’জনের কেউই প্রাপ্ত বয়স্ক নয়। গত দুইমাস যাবৎ ১৭ বছরের ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্ত বছর ষোলোর কিশোরের। দু’জনের এই সম্পর্ক নিয়ে অবগত ছিল ওই নাবালিকার পরিবারও। ফলে নিয়মিত মেয়েটির বাড়িতে যাতায়াতও ছিল অভিযুক্তর। এদিকে, এই সম্পর্কের মাঝেই একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তারা। অভিযোগ, তখনই প্রেমিকার কিছু আপত্তিকর ছবি মোবাইলে তুলে নেয় অভিযুক্ত। এতদিন ঠিকঠাক চললেও সম্প্রতি সেই সম্পর্কে চিড় ধরে। এরপরই শুরু হয় নাবালক প্রেমিকের ব্ল্যাকমেইল। কিশোরীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে চলে লাগাতার ধর্ষণ এমনটাই অভিযোগ। নাবালক হওয়ার অজুহাতে ওই কিশোর ফিরিয়ে দেয় প্রেমিকার বিয়ের প্রস্তাবও।
শেষমেশ ওই কিশোরী গোটা বিষয়টি জানায় তার পরিবারের কাছে। পরে পরিজনদের তরফে অভিযোগ দায়ের করা হয় স্থানীয় হাড়োয়া থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। বাড়ি থেকে গ্রেফতার করা হয় নাবালক প্রেমিককে। শুক্রবার তাকে তোলা হয় সল্টলেকের জুভেনাইল আদালতে। কিশোরীর পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছে হাড়োয়া থানা।