Jalpaiguri: পুজোর আগে বড় অভিযান আবগারি দপ্তরের, উদ্ধার ৯ হাজার লিটার চোলাই তৈরির সামগ্রী

Jalpaiguri: আবগারি দপ্তর সূত্রে খবর, ওই এলাকায় যে লুকিয়ে মদ তৈরির কাজ চলছে সেই খবর আগেই আসে দপ্তরের কর্মীদের কাছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই দিলুবস্তি ও খোঁচাবস্তির নির্মীয়মাণ একটি বাড়িতে হানা দেন দপ্তরের কর্মীরা। সেখানে মাটি খুঁড়তেই ভেদ হয় রহস্য।

Jalpaiguri: পুজোর আগে বড় অভিযান আবগারি দপ্তরের, উদ্ধার ৯ হাজার লিটার চোলাই তৈরির সামগ্রী
নষ্ট করা হল ২০০ লিটার চোলাই মদ। Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 11:53 PM

ওদলাবাড়ি: মাটির নীচে লুকানো ছিল লিটার লিটার চোলাই মদ। গোপন সূত্রে খবর পেয়ে সেই ডেরায় হানা আবগারি দফতরের। দুর্গাপুজোর আগে বড়সড় চোলাই বিরোধী অভিযান আবগারি দপ্তরের। মিলল সাফল্য। নষ্ট করা হল চোলাই মদ তৈরির ৯ হাজার লিটার সামগ্রী। সঙ্গে নষ্ট করা হল ২০০ লিটার চোলাই মদ। 

সূত্রের খবর, এদিন জলপাইগুড়ির ওদলাবাড়ির দিলুবস্তি, খোঁচাবস্তি-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালান রাজ্যের আবগারি দপ্তরের কর্মীরা। নেতৃত্বে ছিলেন আবগারি দপ্তরের মালবাজার মহাকুমার ওসি দীপক সাহা। এই অভিযানেই মেলে বড় সাফল্য। দেখা যায় ওদলাবাড়ির কাছে মাটির নীচে গর্ত খুঁড়ে লুকানো রয়েছে প্রচুর চোলাই মদ তৈরির সরঞ্জাম। যা দেখে প্রথমে চোখ কপালে উঠে যায় আবগারি দপ্তরের কর্মীদের। এই এলাকায় চোলাই মদের কারবারিদের রমরমা দীর্ঘদিন থেকে। কিন্তু, সাম্প্রতিককালে এই এলাকা এত মদ কবে উদ্ধার হয়েছে তা মনে করতে পারছেন না কেউই।

আবগারি দপ্তর সূত্রে খবর, ওই এলাকায় যে লুকিয়ে মদ তৈরির কাজ চলছে সেই খবর আগেই আসে দপ্তরের কর্মীদের কাছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই দিলুবস্তি ও খোঁচাবস্তির নির্মীয়মাণ একটি বাড়িতে হানা দেন দপ্তরের কর্মীরা। সেখানে মাটি খুঁড়তেই ভেদ হয় রহস্য। উদ্ধার হয় ২০০ লিটার চোলাই মদ। সঙ্গে মেলে ৯ হাজার লিটার মদ তৈরির সামগ্রী। উদ্ধারের পর সেসবই নষ্ট করে দেওয়া হয়েছে। পুজো পর্যন্ত লাগাতার এই জাতীয় অভিযান চলবে বলে আবগাড়ি দপ্তর সূত্রে খবর।