Malbazar: হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর দেহ উদ্ধার নদীতে, সুপারের গ্রেফতারের দাবিতে অবরোধ জাতীয় সড়কে
Malbazar: টানা দু’দিন ধরে চলে খোঁজ। কিন্তু, কোথাও খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে রোগীর পরিবার। ১৪ জুন সন্ধ্যায় মালবাজার থানার পুলিশের তরফে ফোন করা হয় বুধুয়ার বাড়িতে।

মালবাজার: চিকিৎসাধীন অবস্থাতেই হাসপাতাল থেকে নিখোঁজ। সেই রোগীরই খোঁজ মিলল চেল নদীতে। দেহে আর তখন কোনও প্রাণ নেই। আর এ ঘটনাতেই প্রশ্ন উঠে যাচ্ছে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকা। সূত্রের খবর, ডামডিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেতগুড়ি চা বাগান এলাকার বাসিন্দা বুধুয়া ওরাও (৪৫) গত ১১ জুন শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হন মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। পরের দিন সকালে ছেলে এসে দেখে বেডে মা নেই। শুরু হয় খোঁজ। আশপাশের রোগী ও স্টাফদের জিজ্ঞাসা করেও কোনও সদুত্তর পাওয়া যায়নি।
ততক্ষণে হাসপাতাল থেকে রোগী নিখোঁজের খবর চাউর হয়ে গিয়েছে গোটা এলাকায়। টানা দু’দিন ধরে চলে খোঁজ। কিন্তু, কোথাও খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে রোগীর পরিবার। ১৪ জুন সন্ধ্যায় মালবাজার থানার পুলিশের তরফে ফোন করা হয় বুধুয়ার বাড়িতে। জানানো হয় চেল নদী থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহ সনাক্ত করতে গিয়ে চিনতে পারেন পরিবারের সদস্যরা।
মৃতদেহ উদ্ধারের খবর ছাড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পরিবারের লোকজনের সঙ্গেই স্থানীয় বাসিন্দারা রাতভর বিক্ষোভও দেখান। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন। সুপারের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়কও অবরোধ করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





