AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলাদেশ থেকে ঢুকতে পারে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা, সীমান্তে সতর্ক করছে BSF

BSF: পহেলগাঁওয়ের ঘটনার পর যে ভারত-পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে এদিন তা ভাল করে গ্রামবাসীদের বোঝাতে দেখা যায় বিএসএফ-কে। গ্রামেরই একটি মাঠে বেশ কিছু গ্রামবাসীদের নিয়ে দীর্ঘক্ষণ চলে আলোচনা।

বাংলাদেশ থেকে ঢুকতে পারে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা, সীমান্তে সতর্ক করছে BSF
সীমান্তে প্রচার BSF-রImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 08, 2025 | 10:42 PM
Share

কলকাতা: সীমান্তবর্তী এলাকায় সচেতনতা প্রচার শুরু করল BSF। বৃহস্পতিবার বিকালে জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবারি গ্রাম পঞ্চায়েতের জমাদার পাড়া গ্রামে এই প্রচার করতে দেখা যায় BSF এর ৯৩ নম্বর ব্যাটেলিয়নের এসিস্ট্যান্ট কমান্ডেন্ট মনোজ কুমারকে। সন্ধ্যা সাতটা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়। বিশেষ প্রয়োজন ছাড়া ওই সময় বাড়ি থেকে না বের হওয়াই ভাল, পরামর্শ বিএসএফের। বোঝানো হয় ১৬৩ (২) ধারা সম্পর্কেও। যদিও স্থানীয় প্রশাসনের তরফে স্পষ্ট বলা হচ্ছে এটা রুটিন বিষয়। তাই অহেতুক এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

পহেলগাঁওয়ের ঘটনার পর যে ভারত-পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে এদিন তা ভাল করে গ্রামবাসীদের বোঝাতে দেখা যায় বিএসএফ-কে। গ্রামেরই একটি মাঠে বেশ কিছু গ্রামবাসীদের নিয়ে দীর্ঘক্ষণ চলে আলোচনা। বাংলাদেশের মাটিতে ব্যবহার করে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়েও যাতে কোনওভাবেই পাক অনুপ্রবেশ না হয় বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয় বারবার।  

বিএসএফের সাফ কথা, “বাড়ির বাচ্চারা যাতে সন্ধ্যার পর বাড়ির বাইরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বাড়িতে অচেনা কাউকে আনবেন না। এলাকায় অজানা ব্যক্তিদের দেখলেই সতর্ক হতে হবে।” বিএসএফের উদ্য়োগে খুশি এলাকার বাসিন্দারাও। এলাকাতেই থাকেন আব্দুল আলম। তিনি বলছেন, “বিএসএফ আজ আমাদের সতর্ক করেছে। ওরা আমাদের পাশে আছে। এখানেও খুব সক্রিয় রয়েছে। বাংলাদেশে থেকে কোনও অনুপ্রবেশকারী এপারে এলেই, কোনও সন্দেহভাজনকে দেখতে পেলে পঞ্চায়েতে জানানোর কথা বলেছে।”