AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF Jawan: অন্ধকার গলিতে ভিড় যুবক-যুবতীদের, প্রকাশ্য রাস্তাতেই চলছিল ‘ওই সব’, প্রতিবাদ করতেই বেধড়ক মার BSF জওয়ানের ছেলেকে

BSF Jawan: বড় রাস্তার পাশেই রয়েছে ওই আবাসন। অভিযোগ, ওই আবাসনের রাস্তায় সন্ধ্যার পর থেকেই অপরিচিত যুবতীদের আনাগোনা বাড়তে থাকে। গলিতে বসে যায় নেশার আসর। একইসঙ্গে প্রকাশ্যেই চলে ‘অশালীন’ কাজকর্ম।

BSF Jawan: অন্ধকার গলিতে ভিড় যুবক-যুবতীদের, প্রকাশ্য রাস্তাতেই চলছিল ‘ওই সব’, প্রতিবাদ করতেই বেধড়ক মার BSF জওয়ানের ছেলেকে
মার খেয়ে ভর্তি হাসপাতালে Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Aug 02, 2024 | 3:47 PM
Share

জলপাইগুড়ি: আবাসনের রাস্তায় প্রকাশ্যে ‘অশালীন’ কাজকর্ম। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন আবাসনের বাসিন্দা BSF পরিবারের এক যুবক। দুষ্কৃতীদের হামলায় মারাত্মক জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ঘটনায় আতঙ্কিত আবাসনের বাসিন্দারা। জলপাইগুড়ি ঘুঘু ডাঙা এলাকার বাসিন্দা নির্বান রায়। তাঁর বাবা BSF কর্মী। কর্মসূত্রে বাইরে থাকেন। নির্বান পড়াশোনা করার জন্য তাঁর মাকে নিয়ে গ্রাম ছেড়ে জলপাইগুড়ি শহরে আসে। শহরের ৩ নম্বর ঘুমটি লাগোয়া একটি আবাসনের দোতালায় ঘর ভাড়া নেন। 

বড় রাস্তার পাশেই রয়েছে ওই আবাসন। অভিযোগ, ওই আবাসনের রাস্তায় সন্ধ্যার পর থেকেই অপরিচিত যুবতীদের আনাগোনা বাড়তে থাকে। গলিতে বসে যায় নেশার আসর। একইসঙ্গে প্রকাশ্যেই চলে ‘অশালীন’ কাজকর্ম। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ওই গলিতে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলেন নির্বান রায়। দেখেন, রাস্তাতেই ‘অশালীন’ কাজকর্মে মেতে উঠেছেন কিছু যুবক-যুবতী। ঘটনা দেখে তিনি ভিডিয়ো করতে গেলে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন কিছু যুবক-যুবতী। শুরু হয় এলোপাথাড়ি মার। ধারালো অস্ত্র নিয়ে নির্বানের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। নির্বানের চিৎতকার শুনেই দোতালা থেকে ছুটে আসেন তাঁর মা। ছেলেকে জড়িয়ে ধরে প্রাণ ভিক্ষা করতে থাকেন। কিন্তু, তাতেও থামেনি ওই যুবক-যুবতীর দল। চলতে থাকে মারধর। শেষে আবাসনের অন্যান্য বাসিন্দারা এগিয়ে এলে তাঁরা পালিয়ে যায়। 

খবর যায় পুবিশের কাছে। ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। নির্বানকে উদ্ধার করে নিয়ে যায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। এখন সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি। ঘটনায় আতঙ্কিত আবাসনের বাসিন্দারা। শান্তিপ্রিয় জলপাইগুড়ি শহরে এহেন ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সকলে। পুলিশি নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনায় মর্মাহত স্থানীয় কাউন্সিলর দিলীপ কুমার বর্মা। কথা বলেছেন পুলিশের সঙ্গে। দুষ্কৃতীরা যাতে ধরা পড়ে তা দেখার অনুরোধও করেছেন।