Nishit Pramanik: লোকসভা ভোটের মুখে স্বস্তিতে অমিত শাহের ডেপুটি, নিশীথকে নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের

Nishit Pramanik: এদিকে ২০১৯ সালেই আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নিশীথ। ২০১৯ সাল থেকে চলা সেই মামলায় এখনও পর্যন্ত পুলিশ চার্জশিট দিতে পারেনি বলে খবর। সে কারণেই এদিন শুনানি চলাকালীন মামলায় আট সপ্তাহের স্থগিতাদেশের সিদ্ধান্ত নেন বিচারপতি।

Nishit Pramanik: লোকসভা ভোটের মুখে স্বস্তিতে অমিত শাহের ডেপুটি, নিশীথকে নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের
স্বস্তিতে নিশীথ প্রামাণিক Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2024 | 1:43 PM

জলপাইগুড়ি: চাকরি প্রতারণা মামলায় স্বস্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিশীথ প্রমাণিক। বুধবার মামলায় ৮ সপ্তাহের স্থগিতাদেশ দেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সিঙ্গল বেঞ্চের বিচারপতি বিভাসরঞ্জন দে। তাতেই লোকসভা নির্বাচনের আগে মুখে হাসি নিশীথের। চর্চা শুরু উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে। 

সূত্রের খবর, যে মামলায় এই নির্দেশ সেটি চলছে ২০১৯ সাল থেকে। দিনহাটা থানায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছিলেন এক মহিলা। দায়ের হয় মামলা। ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা করা রুজু হয়। তারপর উত্তরের তিস্তা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। এখনও নিষ্পত্তি হয়নি সেই মামলার। 

এদিকে ২০১৯ সালেই আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নিশীথ। ২০১৯ সাল থেকে চলা সেই মামলায় এখনও পর্যন্ত পুলিশ চার্জশিট দিতে পারেনি বলে খবর। সে কারণেই এদিন শুনানি চলাকালীন মামলায় আট সপ্তাহের স্থগিতাদেশের সিদ্ধান্ত নেন বিচারপতি। তাতেই খুশির হাওয়া পদ্ম শিবিরের অন্দরে। নিশীথ প্রামাণিকের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, “২০১৯ সালে নিশীথ প্রামাণিক যখন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন তখন ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মামলা রুজু করেছিল রাজ্য সরকার। তারমধ্যে ২০১৯ সালের একটি কেসের এদিন শুনানি হয়। ২০১৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত আজও চার্জশিট দিতে পারেনি পুলিশ। সে কারণে স্থগিতাদেশ দিল হাইকোর্ট।”