Dhupguri Chaos: রাস্তায় শুয়ে বিক্ষোভ মহিলাদের, ফোর লেনের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে রণক্ষেত্র

TV9 Bangla Digital

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Apr 11, 2022 | 7:53 PM

Dhupguri: জমি মাপতে বাধা দেওয়ার চেষ্টা করেন জমির মালিকরা। দশজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলেও খবর মিলেছে।

ধূপগুড়ি: ফোর লেনের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তা-ধস্তিতে জড়িয়ে পড়লেন জমির মালিকরা। লাঠিপেটা করা হয়েছে বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় পুলিশের গাড়ির সামনেই রাস্তার উপর শুয়ে পড়েন মহিলারা। জমি মাপতে বাধা দেওয়ার চেষ্টা করেন জমির মালিকরা। দশজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলেও খবর মিলেছে।

সূত্রের খবর, সোমবার সকালে ফোর লেনের জমি মাপতে আসেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আর তাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ধূপগুড়ি পুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনও রকম অগ্রিম নোটিশ ছাড়াই এদিন হঠাৎ করে জমি মাপতে চলে আসে ব্লক প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ।এর জেরে ক্ষেপে যান স্থানীয় মানুষ। জমি মাপতে বাধা দেন তাঁরা। রাস্তার উপর শুয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। মোতায়েন করা হয় র্যাফ। ইতিমধ্যে ১০ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে ধূপগুড়ি থানায়।

এই ঘটনায় আটক করা হয় বিজেপি ১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর জয়ন্তি রায়কে। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে। এক বিক্ষোভকারী বলেন, “আমাদের জমি না জানিয়েই মাপতে চলে এসছিল। আমরা বাধা দিতেই পুলিশ তুলে নিয়ে গেল।” এই বিষয়ে কাউন্সিলর জয়ন্তী রায় বলেন, ‘যাদের বাস্তুবাড়ি চলে যাচ্ছে বিডিয়ো তাঁদের সঙ্গে বসুক। কথা বলুক। তা না করে উল্টে তিনি দলবল নিয়ে এসে হাজির হন। আমি ফোন করেছিলাম একাধিকবার। কিন্তু উনি আমার কোনও কথাই শোনেনি।’

আরও পড়ুন: Ropeway Accident: আশঙ্কাই সত্যি হল! ত্রিকূটে এখনও দুর্ঘটনাগ্রস্ত রোপওয়েতে আটকে বাঙালি পর্যটকরা