Dhupguri: ফ্ল্যাট থেকে দুই যুবতী ও এক যুবক বেরতেই তুলে নিয়ে গেল পুলিশ, শহরের বুকে চলছিল এই কারবার!

Dhupguri: এই এলাকার বাসিন্দা তথা ফ্ল্যাটের মালিক সুবীর মণ্ডল। তাঁর সেই ফ্ল্যাট ভাড়া নেন রঞ্জন সরকার ও তাঁর স্ত্রী জয়া সরকার। কোচবিহারের বাসিন্দা তাঁরা তাঁদের সেই ফ্ল্যাট থেকে এক যুবক এবং তিন যুবতীকে আটক করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন ওই দম্পতিও। অভিযোগ, ফ্ল্যাট ভাড়া নিয়ে তাঁরা মধুচক্র চালাত।

Dhupguri: ফ্ল্যাট থেকে দুই যুবতী ও এক যুবক বেরতেই তুলে নিয়ে গেল পুলিশ, শহরের বুকে চলছিল এই কারবার!
ধূপগুড়িতে কী হচ্ছেImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2024 | 11:39 AM

ধূপগুড়ি: শহরের রাজপথের উপরই ফ্ল্যাটটি। সেই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল এক দম্পতি। এলাকাবাসী একটু সন্দেহের চোখেই দেখতেই। কারণ, প্রায়শই ফ্ল্যাটটিতে আনাগোনা চলে লোকজনের। তবে অতটাও কেউ সেই অর্থে গুরুত্ব দিতেন না। কিন্তু এবার পুলিশ হানা দিতেই সামনে আসল ঘটনা। জানা গেল, ওই ফ্ল্যাটে নাকি বসত মধুচক্রের আসর। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ঘোষপাড়া মোড় এলাকার।

এই এলাকার বাসিন্দা তথা ফ্ল্যাটের মালিক সুবীর মণ্ডল। তাঁর সেই ফ্ল্যাট ভাড়া নেন রঞ্জন সরকার ও তাঁর স্ত্রী জয়া সরকার। কোচবিহারের বাসিন্দা তাঁরা তাঁদের সেই ফ্ল্যাট থেকে এক যুবক এবং তিন যুবতীকে আটক করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন ওই দম্পতিও। অভিযোগ, ফ্ল্যাট ভাড়া নিয়ে তাঁরা মধুচক্র চালাত।

সুবীরবাবু জানিয়েছে, আগে যদি তাঁরা জানতেন তবে কোনও ভাবেই ফ্ল্যাট ভাড়া দিতেন না। তিনি বলেন, “সবজির ব্যবসা করেন বলেছিলেন। এগ্রিমেন্টও করা আছে। আর আমি কাপড়ের ব্যবসা করি। সারাদিন বাইরে থাকি। এখন কীভাবে বুঝব কে কী করছে।” অপরদিকে, পুলিশ জানতে পেরেছে, দেহব্যবসার জন্য জড়ো হওয়া যুবতীদের মধ্যে একজন আবার অসমের বাসিন্দা। বাকিরা কোচবিহারের। এ দিকে, এই ঘটনায় কার্যত স্তম্ভিত এলাকাবাসী। ব্যস্ত রাস্তার উপরে কীভাবে এতদিন মধুচক্রের ব্যবসা চলতে পারে তা বুঝেই উঠতে পারছেন না তাঁরা। বহুতলের নীচে দোকান চালানো বাবন ঘোষ বলেন, “আশেপাশে ব্যাঙ্ক থেকে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানে দিনভর বহু মানুষের আনাগোনা। তবে এভাবে ফ্ল্যাট ভাড়া নিয়ে এই কাজ চলছিল তা আমরাও টের পাইনি।”