Indian Railways: ঘুমোচ্ছেন গেটম্যান, দাঁড়িয়ে পড়ল এক্সপ্রেস, নেমে এলেন গার্ড…, জলপাইগুলিতে সে কী কাণ্ড!
Jalpaiguri: বিষয়টি জানাজানি হতেই রেলের উচ্চ পদস্ত আধিকারিকরা ময়নাগুড়ি রোড স্টেশনে ছুটে আসেন আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম ওই গেটম্যানের গাফিলতির কথা মেনে নিয়েছেন।

ময়নাগুড়ি: খোলা রয়েছে লেভেল ক্রসিং। ট্রেন এসে দাঁড়িয়ে। আর সুইচ রুমের মধ্যে নাক ডেকে ঘুমোচ্ছেন গেটম্যান। এলাকাবাসীর দাবি, ট্রেন চালক প্রায় দশ মিনিট ধরে জোরে হর্ণ দিয়েছেন। তবুও ঘুম ভাঙেনি গেটম্যানের। পরে গেটম্যানের অন্য এক সহকর্মী এসে ওই ব্যক্তির ঘুম ভাঙ্গিয়ে গেট বন্ধ করান। এরপর ট্রেন থেকে নেমে এসে সুইচ রুমের সামনে দাঁড়ান গার্ড। তখন গেটম্যানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড বাজার লেভেল ক্রসিং-এ (NJ-5)।
ডিব্রুগর থেকে কন্যাকুমারী গামী ডাউন বিবেক এক্সপ্রেস ময়নাগুড়ি রোডে আটকে পড়ে। ঘটনার জেরে বরখাস্ত করা হয়েছে ওই গেটম্যানকে। বিষয়টি জানাজানি হতেই রেলের উচ্চ পদস্ত আধিকারিকরা ময়নাগুড়ি রোড স্টেশনে ছুটে আসেন আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম ওই গেটম্যানের গাফিলতির কথা মেনে নিয়েছেন। তিনি বলেন, “ওই গেট ম্যানের মেডিক্যাল চেক আপ করানো হয়েছে। তাঁকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। গেটম্যান গেট বন্ধ না করলেও স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থার জন্য সিগন্যাল লাল ছিল। তাই ট্রেন আগেই দাঁড়িয়ে গিয়েছিল।”
রেলসূত্রে খবর, বিবেক এক্সপ্রেস ওই স্থানে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে ছিল। জানা গিয়েছে ওই গেট ম্যানের নাম হিরেন্দ্রনাথ রায়। আগে তিনি সেনাবাহিনীতে কাজ করলেও মাস তিনেক ধরে তিনি চুক্তির ভিত্তিতে রেলের গেট ম্যানের কাজ করছিলেন।
স্থানীয় বাসিন্দা দেবদুলাল বৈদ্য বলেন, “রাস্তা দিয়ে গাড়ি চলছিল। হঠাৎ ট্রেনের আওয়াজ। হর্ন দিচ্ছে, দিয়েই যাচ্ছে। গিয়ে দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে আর লোকজন রেললাইন পাড় করেই যাচ্ছে।”
